গণআওয়াজ প্রতিনিধি, বড়খলা : বড়খলা থানার ওসিকে অন্ধকারে রেখে সাব ইন্সপেক্টর টুইংক্যাল কুম্ভাং ও সিসিটি এন উত্তম ভট্টাচার্যির বিরুদ্ধে গুন্ডা রাজ চালানোর অভিযোগ উঠেছে।
দীর্ঘদিন থেকে বড়খলা থানার সাব ইন্সপেক্টর টুইংক্যাল ও সিসি টি এন উত্তম ভট্টাচার্য সাধারণ মানুষকে হয়রানি করে আসছেন।
থানায় ডেকে নিয়ে বিভিন্ন ধরনের হুমকি, মোটা অংকের টাকা নেওয়ার অনেক অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
এতদিন সাধারণ মানুষ পুলিশের পোশাককে সম্মান এবং ভয় করে মুখ খুলেননি।
কিন্তু এবার চেচরির দিলওয়ার হোসেন লস্কর নামের এক ব্যক্তি সাব ইন্সপেক্টর টুইংক্যাল এবং উত্তম ভট্টাচার্যের বিরুদ্ধে তাঁকে থানায় ডেকে কেস প্রত্যাহারে ধমকানোর অভিযোগে তুলপাড় শুরু হয়েছে।
জানাগেছে দিলওয়ার গত ২৩ ডিসেম্বর একটি মারপিটের ঘটনায় থানায় এজাহার দিলে এই দুই পুলিশ কর্মী তাঁকে থানায় ডেকে কেস তুলে নিতে চাপ সৃষ্টি করেন।
কিন্তু তিনি কেস তুলে নিতে রাজী না হওয়ায় তাঁকে এই দুই পুলিশ কর্মী লকআপ করে রাখার হুমকি দেন বলে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন দিলওয়ার।
এই ঘটনায় ফের সামনে এল পুলিশের গুন্ডাগিরি। এদিন সাংবাদিক সম্মেলনে দিলওয়ারের সঙ্গে উপস্থিত ছিলেন ইনজামুল হক লস্কর, মইনুল হক লস্কর, জামাল উদ্দিন লস্কর, কাবুল হোসেন বড়ভুইয়া প্রমুখ।