লণ্ডনে চাকরি পেলেন বঙাইগাঁও চাকলার ইলিয়াস আনসারি, উৎফুল্লিত এলাকাবাসী

Spread the love

আজিজুল হক, গণআওয়াজ মাণিকপুর বঙ্গাইগাঁও : লণ্ডনে চাকরি পেলেন বঙাইগাঁও জিলার চাকলার ইলিয়াস আনসারি নামের এক ব্যক্তি।

তাঁর লন্ডনে চাকরি পাওয়ার এই খবরে গোটা এলাকার মানুষ উৎফুল্লিত।

চাকলা গ্রামের অতি দরিদ্র পরিবারের সন্তান ইলিয়াস চাকলা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে পড়া শেষ করে বিভিন্ন স্থানে লেখ-পড়া করেন।

এরপর ব্যারিস্টারি পড়ার জন্য লণ্ডনে যায়। দরিদ্র এবং মেধাবী হওয়ায় আজমল ফাউণ্ডেশন আনসারির লেখাপড়ার নায়িত্ব নেয়।

উল্লেখ্য যে, লণ্ডনে সম্পূৰ্ণ ব্ৰিটিশ স্পন্সরশিপে চাকরি করার স্বপ্ন কোটি কোটি মানুষের রয়েছে। আনসারিরও এই স্বপ্ন ছিল।

শেষ পর্যন্ত দীৰ্ঘ প্রচেষ্টা, সাক্ষাৎকার এবং প্ৰশিক্ষণের পর সম্পূৰ্ণ স্পনসরশিপে ব্ৰিটিস সরকারের স্থায়ী চাকরি লাভ করেছে আনসারি।

প্যারালিগ্যাল অফিসার, ব্যারিস্টারস অ্যান্ড সলিসিটরস লিগ্যাল ফার্ম এবং এএ হোম অ্যান্ড হাউজিং লিমিটেড লন্ডন ক্রয়ডন, ব্রিটেনে চাকরি।

অফিসিয়ালি যোগদান করবেন আগামী ২৩ জানুয়ারি। 

তাঁর পদ, পেরালিগেল অফিসার (ইমিগ্ৰেসন, টেনেন্সি, এসাইলাম আইন এবং লন্ডনের দেশীয় আদালত এবং ট্রাইব্যুনালে মামলা দায়ের করা।

ত্রিবার্ষিক বেতন £৩৬,০০০ (ভারতীয় মুদ্রায় প্রায় ৩.৭ মিলিয়ন টাকা)। থাকার ব্যবস্থা, বার্ষিক ছুটি, ভ্রমণ খরচ এবং পারিবারিক খরচও রয়েছে।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token