গণআওয়াজ হাইলাকান্দি প্রতিনিধ : পঞ্চায়েত ও বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হাইলাকান্দির লক্ষিরবন্দে অসম যুব পরিষদের জেলা কমিটির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
নতুন ও পুরাতন কর্মীদের উপস্থিতিতে এই সভায় দলের ভবিষ্যৎ পরিকল্পনা, নির্বাচনী রণকৌশল এবং সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি জিতু বরগোহাঁই।
তিনি কংগ্রেস ও এআইইউডিএফ দলের তীব্র সমালোচনা করে বলেন, এই দুই দল অসম গণ পরিষদ দলের চরম শত্রু।
তাই যে কোনো মূল্যে অগপ-কে শক্তিশালী করে নির্বাচনে জয়ী হতে হবে।
তিনি দলের কর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে ৫ হাজার ওয়ার্ড মেম্বার নির্বাচিত করার লক্ষ্যমাত্রা দল নিয়েছে।
এই লক্ষ্য পূরণে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। সভায় কার্যকরী সভাপতি ঋষিকেশ গোস্বামী সহ অন্যান্যরাও বক্তব্য রাখেন।