বিশ্বনাথে জলমিত্রর আত্মহত্যার প্রতিবাদে হাইলাকান্দিতে কর্মবিরতি, বিক্ষোভ

Spread the love

গণআওয়াজ হাইলাকান্দি : মাসে মাত্র ৬৫০০ টাকা পারিশ্রমিক পেয়ে সংসার চালাতে না পেরে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে বিশ্বনাথ জেলার এক জলমিত্রকে।

জানা গেছে বিশ্বনাথ জেলার জলমিত্র সঞ্জীব কুর্মী জল সরবরাহ প্রকল্পের ভিতরে আত্মহত্যা করে মৃত্যুবরণ করেছেন।

তারই প্রতিবাদে মঙ্গলবার হাইলাকান্দি জেলার কাটলিছড়া পিএইচই সাব ডিভিশনের সম্মুখে সারা আসাম পিএইচ‌‌‌ই-র অস্থায়ী কর্মচারী পরিষদের হাইলাকান্দি জেলা কমিটি বিক্ষোভ প্রদর্শন করে।

তারা কাটলিছড়া সাব ডিভিশন কার্যালয় ঘেরাও করে বিভিন্ন স্লোগানে পরিস্থিতি উত্তাল করে তুলেন।

একই সঙ্গে সমগ্র রাজ্যের সঙ্গে হাইলাকান্দিতেও তিন দিনের কর্মবিরতি পালন করেন।

জলমিত্ররা এদিন বিশ্বনাথ জেলার সঞ্জিব কুর্মীর মৃত্যুর তীব্র প্রতিবাদ জানিয়ে এহেন ঘটনার দায়ভার সরকারকে নিতে হবে বলে জানান।

এছাড়া, সঞ্জিব কুর্মীর পরিবারকে সরকার থেকে ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান তারা।

এদিন জলমিত্ররা তাদের কয়েক দফা দাবি তুলে ধরে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনেরও হুমকি দেন।

প্রতিবাদী কর্মসূচিতে উপস্থিত ছিলেন সারা আসাম পিএইচই অস্থায়ী কর্মচারী পরিষদের হাইলাকান্দি জেলা কমিটির সভাপতি সুদীপ দাস, জলমিত্র আবুল হোসেন লস্কর, মস্তাক আহমদ লস্কর। এছাড়াও ছিলেন, নিবু নাথ, মিজানুর রহমান মজুমদার, রিজওয়ানুজ্জামান লস্কর, নিমন নাথ, সুহান মজুমদার প্রমুখ।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token