গণআওয়াজ, হাইলাকান্দি প্রতিনিধি : বর্ণিব্রীজে কংগ্রেসের বিশাল উঠান সভা আগামী ২২ ফেব্রুয়ারি। এই উপস্থিত থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভুপেন কুমার বরা।
বরাক উপত্যকার তিন জেলায় দলীয় কর্মসূচিতে অংশ নিতে বৃহস্পতিবার শিলচর কুম্ভিরগ্ৰাম বিমানবন্দর থেকে সড়কপথে হাইলাকান্দি পৌঁছেছেন তিনি।
হাইলাকান্দি লক্ষিরবন্দ বাইপাসে প্রদেশ কংগ্রেস সভাপতিকে মাল্যদান করে স্বাগত জানান হাইলাকান্দি জেলা কংগ্রেসের কর্মকর্তারা।
এরপর তিনি শ্রীভূমি জেলার রামকৃষ্ণ নগরে এক দলীয় সভায় অংশ নিতে চলে যান। বরাকের তিন জেলায় তাঁর বেশ কয়েকটি দলীয় উঠান সভা রয়েছে বলে জানা গেছে।
আগামী ২২ ফেব্রুয়ারি, শনিবার হাইলাকান্দি বিধানসভার বর্ণিব্রীজ চা বাগান এলাকায় কংগ্রেসের এক বিশাল উঠান সভা অনুষ্ঠিত হবে।
হাইলাকান্দি জেলা কংগ্রেসের ব্যবস্থাপনায় আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রদেশ কংগ্রেসের সভাপতি ভুপেন কুমার বরা।
এছাড়াও থাকবেন, প্রদেশ কংগ্রেসের প্রশাসনিক সাধারণ সম্পাদক রামান্না বরুয়া, কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর সহ জেলা কংগ্রেসের নেতৃবৃন্দ।
হাইলাকান্দি কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে কংগ্রেসের এই উঠান সভায় উপস্থিত হওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান জেলা কংগ্রেস সভাপতি সামস উদ্দিন বড়লস্কর সহ অন্যান্যরা।