গণআওয়াজ হাইলাকান্দি : পশ্চিমবঙ্গ পুলিশের হাতে গ্রেফতার হওয়া হাইলাকান্দির যুবক মাসুম আহমদ চৌধুরীর কাকা সাব্বির আহমেদ চৌধুরীর দাবী তাঁর ভাতিজাকে ফাঁসানো হয়েছে।
পশ্চিমঙ্গের পুলিশ সিভিল ড্রেসে রাতের অন্ধকারে মাছুম চৌধুরীকে গ্রেফতার করতে গেলে ডাকাত ভেবে তাদের উপর আক্রমণ করা হয়।
এরপর পুলিশ মাসুমকে গ্রেফতার করে হাইলাকান্দি সদর থানায় নিয়ে আসে।
এখান থেকে পরদিন ফের পশ্চিবঙ্গের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। এই ঘটনাটিকে তিনি সম্পূর্ণ পরিকল্পিত বলে দাবি করেন।
পরিচয় গোপন রেখে হঠাৎ করে রাতে সিভিল ড্রেসে মাছুম চৌধুরীর উপর আক্রমণ করার পেছনে কোন রহস্য লুকিয়ে রয়েছে বলে সন্দেহ প্রকাশ করেন কাকা সাব্বির।
তাঁর দাবী মাছুম মোটা অংকের টাকার কেলেঙ্কারির সঙ্গে জড়িত হয়ে থাকলে পশ্চিমবঙ্গ পুলিশ কিংবা আদালত থেকে জানানো হতো, কিন্তু এবিষয়ে কোনদিন কেউ কিছুই আমাদেরকে জানায়নি।
তাছাড়া আমার বড় ভাই অসম গণ পরিষদ দলের হাইলাকান্দি জেলা কমিটির কার্যকরী সভাপতি শারিফ আহমেদ চৌধুরী পলাতক বলে মিথ্যা খবর প্রচার করা হয়েছে।
বর্তমানে আমার ভাই বাড়িতে রয়েছেন।
আমাদের ভাতিজার উপর এমন অভিযোগ আমাদের পরিবারের কেউই কোনদিন যানতে পারিনি বা আমাদেরকে কেউ এবিষয়ে কিছু বলেনি। তাই আমাদের ধারণা এখানে কোন গভীর ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে বলে জানিয়েছেন সাব্বির আহমেদ চৌধুরী।