মিঠুন বড়ুয়া, মার্গেরিটা : বুদ্ধগয়া মহাবোধি মহাবিহার পরিচালনা সমিতি আইন ১৯৪৯ সংশোধনীর দাবীতে সমগ্র দেশের সাথে আজ মার্গেরিটায়ও বৌদ্ধ ধৰ্মাবলম্বীরা অবস্থান ধর্মঘট পালন করেন।
সদৌ অসম বৌদ্ধ মহাসভার তিনসুকিয়ার জেলা সমিতি, পূর্বাঞ্চল ভিক্ষু সংঘ, পূর্বাঞ্চল বৌদ্ধ সমিতি, ফেডারেশন অফ বড়ুয়া বৌদ্ধ ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন অব আসাম ও তামাং বৌদ্ধ সমিতির যৌথ উদ্যোগে মার্গেরিটা রঙ্গমঞ্চে এই অবস্থান ধৰ্মঘট রূপায়ন করা হয়।
উক্ত কাৰ্যসূচীতে বৌদ্ধ ধৰ্মগুরু ভানতে সহ কয়েক শতাধিক লোক প্ৰতিবাদে সামিল বুদ্ধগয়া মহাবোধি মহাবিহার পরিচালনা সমিতি আইন ১৯৪৯ সংশোধনীর দাবী জনান।
প্ৰতিবাদকারীরা বৌদ্ধদের ন্যায় প্ৰদান কর, বিটিএমসি অ্যাক্ট সংশোধন কর, বৌদ্ধদের শর্তাধীন অধিকারের দাবি মেনে নাও ইত্যাদি শ্লোগান লেখা প্লে কার্ড হাতে হাতে নিয়ে প্ৰতিবাদ সাব্যস্ত করেন।