লখনউ, ২ অক্টোবর : সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব গুরত্বর অসুস্থ হয়ে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে আইসিইউতে রয়েছেন।
তার বয়স হয়েছে ৮২ বছর। সপার প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব আগে থেকেই গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু আজ রবিবার তাঁর স্বাস্থের আরও অবনতি ঘটায় তাঁকে তড়িঘড়ি আইসিইউ-তে ভর্তি করা হয়েছে।
সূত্রের খবর, মুলায়ম সিং যাদবের ছোট ভাই শিবপাল যাদব এবং তাঁর সৎ ছেলে প্রতীক যাদব মেদান্ত ইতিমধ্যেই হাসপাতালে উপস্থিত হয়েছেন।
পিতার শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে অখিলেশ যাদব ও তাঁর স্ত্রী ডিম্পল যাদব এবং প্রতীক যাদবের স্ত্রী বিজেপি নেত্রী অপর্ণা যাদবও দিল্লি পৌঁছে গিয়েছেন।
উল্লেখ্য যে গত কয়েক মাস ধরেই মুলায়ম সিং যাদবের স্বাস্থ্যের অবনতি হচ্ছিল, জুন মাসে তাঁকে এই মেদান্ত হাসপাতালেই ভর্তি করতে হয়। আজ সকাল পর্যন্ত তিনি ওই হাসপাতালের প্রাইভেট ওয়ার্ডে ভর্তি ছিলেন।
কিন্তু দুপুরে হঠাৎ করে তাঁর শ্বাসকষ্ট শুরু হয়, এরপর দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। পরীক্ষা নিরীক্ষার পর দেখা গিয়েছে তাঁর রক্তচাপ অনেকটাই কমে গিয়েছে এবং রক্তে অক্সিজেনের মাত্রাও কমেছে।
মেদান্ত হাসপাতালের সবথেকে অভিজ্ঞ চিকিৎসক নরেশ ত্রেহানের সঙ্গে আরও তিনজন চিকিৎসক মুলায়ম সিং যাদবকে পর্যবেক্ষণ করছেন।
এর আগে গতবছর তাঁকে পেটের সমস্যার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল, পেট ফুলে ব্যথা হত। সেই সময় চিকিৎসকরা পরীক্ষা করে দেখেছিলেন তাঁর বৃহৎ অন্ত্রে সমস্যা রয়েছে তখন তাঁর অন্ত্র পরিষ্কার করার জন্য কোলনোস্কোপি করা হয়েছিল।
এরপর শারীরিক অবস্থার উন্নতি হলে চিকিৎসকরা তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়, তবে মেদান্ত হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন মূত্রনালীর সংক্রমণ মুলায়ম সিংয়ের কিডনিতে পৌঁছে গিয়েছে।
অসুস্থ হওয়ার পর থেকেই ধাপুটে এই সপা নেতা মুলায়ম সিং যাদব আর রাজনীতিতে সক্রিয় ভূমিকা নেন নি।
কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বদরা সমাজবাদী পার্টির বর্ষিয়ান নেতার অসুস্থতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
তিনি টুইট করে তিনি বলেছেন, আমরা সকলেই মুলায়ম সিং যাদবজির স্বাস্থ্যের অবনতির কথা শুনে উদ্বিগ্ন তাঁর দ্রুত আরোগ্য প্রার্থনা করছি।
উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা কেশব প্রসাদ মৌর্যও সপার প্রতিষ্ঠাতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের অবনতি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন।
পারে।