লক্ষীপুর, ১০ অক্টোবর : দীর্ঘদিন পর লক্ষীপুরে ড্রাগস সহ এক যুবকে ধরল পুলিশ।
অসম মনিপুর আন্তরাজ্য সীমান্তের জিরিবাম জিরিঘাট হয়ে বরাক উপত্যকায় ড্রাগস নিয়ে আসে পাচারকারীরা।
সাম্প্রতিক সময়ে বরাক উপত্যকার অন্যান্য এলাকায় পুলিশ মাঝেমধ্যে ড্রাগস বাজেয়াপ্ত করলেও লক্ষীপুর পুলিশ কাথায় তেমন কোন রেকর্ড নেই।
জিরিঘাট থানার সম্মুখে ৩৭ নম্বর জাতীয় সড়কে চেক গেইট না থাকায় মুক্তভাবে পাচার হচ্ছে ড্রাগস।
দীর্ঘ বিরতির পর আজ সোমবার লক্ষীপুরে আমির হোসেন (৩৫) নামের এক যুবককে ৬৩ গ্রাম ব্রাউন সুগার সহ পাকড়াও করেছেন লক্ষীপুর মহকুমা পুলিশ প্রধান।
লক্ষীপুর থানা এলাকার সাপরময়না সড়ক থেকে তাকে আটক করে তাল্লাশী চালিয়ে উদ্ধার করা হয় ড্রাগস।
ধৃত যুবকের বাড়ি লক্ষীপুর শহরের দু নম্বর ওয়ার্ডে, তার পিতা প্রয়াত আব্দুল বারী। পুলিশ সূত্রে জানা যায় পাচটি সাবান কেইসে ৬৩ গ্রাম ব্রাউন সুগার ছিল। ছবিতে ধৃত যুবক।