গুয়াহাটি, ১০ অক্টোবর : উত্তর-পূর্বের রাজ্যগুলোর মধ্যকার সীমানা বিবাদের জট যেন একটার পর একটা খুলছে। এবার অরুণাচল প্রদেশের সঙ্গে অসমের আন্তঃরাজ্য সীমানা নিরসনের আরেকটি গিঁট খোলায় সামিল হলেন মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ মন্ত্রী পীযূষ হাজরিকা।
সোমবার রাজ্যের জনসংযোগ, জলসম্পদ সহ একাধিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পীযূষ হাজরিকা ও অরুণাচল প্রদেশের মন্ত্রী মামানাতুং গুয়াহাটিতে উভয় রাজ্যের সীমান্ত সমস্যা সমাধানের উদ্দেশ্যে ইতিপূর্বে গঠন করা আঞ্চলিক সমিতির বৈঠকে অংশগ্রহণ করেন।
গত মাসে উভয় মন্ত্রীর নেতৃত্বে দুই রাজ্যের আঞ্চলিক সমিতির সদস্যরা অসমের বিশ্বনাথ ও অরুণাচল প্রদেশের পাকে কিসান জেলার বিবদমান চারটি গ্রাম পরিদর্শন করেছিলেন।
পরিদর্শনের পর চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করার জন্য আজকের বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে বিবদমান গ্রামগুলি পরিদর্শনের সময় স্থানীয় লোকেদের সঙ্গে কথাবার্তা তথা তাদের ইচ্ছা-অনিচ্ছার বিষয়ে আলোচনা করা হয়।
গ্রামগুলি বনাঞ্চলে থাকার জন্য সমিতি নিজে সিদ্ধান্ত গ্রহণের পরিবর্তে রাজ্যগুলির মুখ্যমন্ত্রীর মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছে প্রতিবেদন প্রেরণে গুরুত্ব আরোপ করা হয়েছে।
বৈঠকের পর মন্ত্রী পীযূষ হাজরিকা জানান, আঞ্চলিক সমিতির চর জমি তদন্তের সময় প্রাপ্ত অভিজ্ঞতার ভিত্তিতে আজকের বৈঠকে চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করা হয়। এই প্রতিবেদন দুই রাজ্যের মুখ্যমন্ত্রীকে দাখিল করা হবে বলে তিনি জানান। মন্ত্রী পীযূষ আশা ব্যক্ত করেন, সৌহার্দ্য এবং সহমতির ভিত্তিতেই দুই রাজ্যের সীমা বিবাদের অবসান ঘটবে।