হাইলাকান্দি, ১২ অক্টোবর : হাইলাকান্দি জেলায় প্লাস্টিকের বর্জ্য ব্যবস্থাপনার জন্য সরকারি উদ্যোগে চারটি ক্ষুদ্র প্লাস্টিক ম্যানেজমেন্ট ইউনিট স্থাপন করা হবে।
বুধবার হাইলাকান্দিতে অনুষ্ঠিত জেলা উন্নয়ন কমিটির অক্টোবর মাসের সভায় এই তথ্য জানানো হয়। জেলাশাসক নিসর্গ হিবরের পৌরোহিত্যে সভায় জানানো হয়, জেলার আলগাপুরের বড়নগদে, হাইলাকান্দি ব্লকের রংপুরে, লালার ধনীপুরে এবং কাটলীছড়া দিননাথপুরে বর্জ্য ব্যবস্থাপনার এই ইউনিট গুলি পিএইচই বিভাগের উদ্যোগে স্থাপন করা হবে।
জেলার পুর্তসড়ক গুলির মেরামতি বা নির্মাণের কাজ চলতি শুক্ন মৌসুমে গতি আনার নির্দেশ দিয়ে জেলা শাসক সভায় জানান যে, মেরামতি বা নির্মাণ কাজ সম্পূর্ণ হলে প্রশাসন থেকে ম্যাজিস্ট্রেট পাঠিয়ে কাজের গুণগতমান ৭ দিনের মধ্যে পরীক্ষা করা হবে।
বনবিভাগের আওতাধীন রিজার্ভ ফরেস্ট জমিতে কোন কল্যাণমূলক প্রকল্প রূপায়নের অনুমতির জন্য “পরিবেশ” নামক পোর্টালে অনুমতির দরখাস্ত আপলোড করতে বিভিন্ন বিভাগীয় আধিকারিদেরকে সভায় জানিয়ে দেন ডিএফও।
পিএইচই বিভাগের পাইপ যুক্ত পানীয় জল প্রকল্পগুলির ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা পঞ্চায়েতের ও গ্রাম উন্নয়ন বিভাগের হাতে তুলে দিতে সংশ্লিষ্ট বিডিওদেরকে দ্রুত পদক্ষেপ নিতে সভায় নির্দেশ দেন জেলাশাসক।
জেলার যে ১৪৩ টি শিক্ষা প্রতিষ্ঠানে এখনো বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভব হয়নি সেগুলিতে দ্রুত ইলেকট্রিফিকেশন করার জন্য এপিডিসিএলকে সভায় নির্দেশ দেওয়া হয়।
কৃষি বিভাগ থেকে জানানো হয় যে সার বিক্রির লাইসেন্স না থাকায় বেআইনি সার বিক্রির জন্য জেলায় ছয় জনের বিরুদ্ধে পুলিশে মামলা করা হয়েছে।
রাজ্যিক নগর জীবিকা মিশনের থেকে জানানো হয় যে, হাইলাকান্দি শহরে নিরাশ্রয়দের জন্য একটি সেল্টার হোম নির্মাণ করা হবে। বুধবারের সভায় ডিডিসি আর কে লস্কর সহ চারজন এডিসি এবং জেলার বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকরা অংশ নেন।