হাইলাকান্দি, ১৪ অক্টোবর : অসম গন পরিষদ দলের ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে হাইলাকান্দি থেকে কংগ্রেস এবং এআইইউডিএফকে উৎখাত করার ডাক দিলেন দলের কর্মকর্তারা।
জেলার সর্বাঙ্গীণ উন্নয়নের লক্ষ্যে সরকারের শরীক হতে জনগণের প্রতি আহবান জানান তারা, দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এদিন প্রতিষ্ঠা দিবস উদযাপনের শুভারম্ভ করা হয়।
হাইলাকান্দি ও আলগাপুর বিধানসভা কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীতে দলের প্রয়াত নেতা, কর্মীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে পবিত্র কোরআন থেকে সুরা ফাতেহা ও গীতার শ্লোক পাঠ করেন ধীরাজ শর্মা ও নজমুল হুসেন লস্কর।
অগপ দলের বিভিন্ন সময়ের কর্মসূচি নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাজী সেলিম উদ্দিন বড়ভুইয়া, জেলা সভাপতি হরিমোহন রাজবর, জেলা সম্পাদক আবুল ফজল বড়ভুইয়া, মনিরুল ইসলাম প্রমুখ।
তারা প্রয়াত অগপ নেতা শহিদুল আলম চৌধুরীর বিভিন্ন কর্মকাণ্ড, আদর্শ ও গুণাবলি তুলে ধরে সবাইকে উদ্বোদ্ধ হয়ে দলকে শক্তিশালী করার আহবান জানান। প্রয়াত শহিদুল আলম চৌধুরীর প্রচেষ্টায় হাইলাকান্দি মহকুমা থেকে জেলায় উন্নীত হয়েছে বলে অভিমত প্রকাশ করা হয়।
অগপর হাইলাকান্দি জেলা সভাপতি হরিমোহন রাজভরের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সম্পাদক সামসুল আলম চৌধুরী, আবুল ফজল বড়ভুইয়া, দলের জেলা যুব পরিষদের সভাপতি নজমুল হুসেন বড়ভুইয়া, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম বড়ভুইয়া।
এছাড়াও উপদেষ্টা জওহরলাল চক্রবর্তী, দেবেন মাঝি, মহিলা ফ্রন্টের সভানেত্রী সুস্মিতা পাল, কৃষক পরিষদের সভাপতি আয়ূব আলী লস্কর, মিডিয়া সেলের সম্পাদক ফখরুল ইসলাম লস্কর প্রমুখ। দলীয় কর্মকর্তাদেরকে উত্তরীয় দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতিতে দলের কাজে ঝাপিয়ে পড়ার আহবান জানান দলনেতারা।