অসাধারণ অনুষ্ঠানে শারদ সম্মান ২০২২ সেরা সম্মানিত করলো ক্লাব ইচ্ছেডানা

Spread the love

শিলচর, ১৪ অক্টোবর : গত দু’ বছরের করোনা-আতঙ্ক কাটিয়ে এবার সাড়ম্বরে মাতৃ আরাধনায় মেতে ওঠা পূজাগুলোর সেরা পুজো খুঁজে নিল ক্লাব ইচ্ছেডানা।

গেল সাত বছরের এই ট্রডিশনকে সামনে রেখে জমজমাট আয়োজনে বিভিন্ন ক্যটাগরিতে পুরষ্কার তুলে দিল ক্লাব ইচ্ছেডানা।

এন.এন দত্ত রোডের এক রেস্তোরাঁয় পুরষ্কার বিতরনি অনুষ্ঠানের আয়োজন করে ক্লাব ইচ্ছেডানা, মধুমিতা রায়ের পরিচালনায় নির্বান ডান্স একাড্যামির শিল্পিদের এক অসাধারণ উদ্বোধনী নৃত্য দিয়ে শুভারম্ভ করা হয়।

ক্লাব ইচ্ছেডানা শারদ সম্মান 2022 শ্রেষ্ঠ নিয়ম শৃঙ্খলার জন্য পুরষ্কার পেয়েছে পুজো ‘ইটখলা দুর্গা পুজা কমিটি এবং জনপ্রিয় পূজার ক্লাব ইচ্ছেডানা শারদ সম্মান 2022 সেরা হয়েছে উধারবন্দ কালীবাড়ি রোড দূর্গা পূজা কমিটি।

সৃজনশীল প্রতিমার জন্য ক্লাব ইচ্ছেডানা শারদ সম্মান 2022 সেরা হয়েছে শ্যামাপ্রসাদ রোড (শিলং পট্টি) সার্বজনীন দূর্গা পূজা কমিটি।

ক্লাব ইচ্ছেডানা শারদ সম্মান 2022 সেরা পেয়েছে আপ্যায়ন দক্ষিণ বিলপার সার্বজনীন দুর্গাপূজা কমিটি  এবং পাবলিক স্কুল রোড পূজা কমিটি।

সাবেকি প্রতিমায় ক্লাব ইচ্ছেডানা শারদ সম্মান 2022 সেরা হয়েছে পশ্চিম অম্বিকাপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটি এবং মণ্ডপসজ্জায় ক্লাব ইচ্ছেডানা শারদ সম্মান 2022  সেরা কালীমোহন রোড দূর্গা পূজা কমিটি তারাপুর।  

আলোকসজ্জায় ক্লাব ইচ্ছেডানা শারদ সম্মান 2022 সেরা সার্বজনীন দুর্গাপূজা কমিটি ভগতপুর কাঁঠাল রোড, শৈল্পিক প্রতিমায় ক্লাব ইচ্ছেডানা শারদ সম্মান 2022 সেরা ডেলাইট ক্লাব দুর্গাপূজা কমিটি।

ক্লাব ইচ্ছেডানা শারদ সম্মান শ্রেষ্ঠ আধুনিক প্রতিমা তারাপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটি (রাইস মিল), ক্লাব ইচ্ছেডানা শারদ সম্মান সেরা শোভাযাত্রায় অম্বিকাপুর পুর্ব পাড়া ও হাসপাতাল রোড পুজা কমিটি।

ক্লাব ইচ্ছেডানা শারদ সম্মান 2022 এ বছরের শ্রেষ্ঠ পুজো আপনজন ক্লাব বিলপার শিলচর, শ্রেষ্ঠ থিম ক্লাব ইচ্ছেডানা শারদ সম্মান এ্যাপোলো ক্লাব মেহেরপুর।

উল্লেখ্য যে এদিন স্বাধীনতা সংগ্রামী স্বর্গীয় সুধাংশু ভুষন দে স্মৃতি স্মারকটি দক্ষিন বিলপার পুজা কমিটির হাতে তুলে দেন উনার দৌহিত্র শুভ দাস।

তাছাড়া আপনজন ক্লাবকে পুজোর থিমের গানের জন্য পুরষ্কৃত করা হয়েছে, সুবীর ধর এবং ফেন্স ক্লাবকে পুজোর সময় দরিদ্রদের সহযোগিতার জন্য ক্লাব ইচ্ছেডানার পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এদিনের গোটা অনুষ্ঠানের পরিচালনা করেন ক্লাবের সভানেত্রী তথা চিত্র পরিচালক শর্মিষ্ঠা দেব।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token