সুপ্রিয় পাল, দুল্লভছড়া, ২১ অক্টোবর : জনসাধারণের নিরাপত্তার জন্য গ্রামের মানুষকে নিয়ে সভার মাধ্যমে গ্রামরক্ষী বাহিনী “ভিডিপি” গঠনের সরকার নিয়ম রয়েছে।
কিন্তু পাতিয়ালা জিপির দক্ষিণ পাতিয়ালা ৬নং ওয়ার্ডে কিছু অসাধু ব্যক্তি নিজেদের দাপট খাটিয়ে জনসভা ছাড়াই ছল-চাতুরী করে কমিটি গঠন করার অভিযোগ তুলেছেন গ্রামবাসিরা।
স্থানীয় জনসাধারণের অভিযোগ, কতিপয় ব্যক্তি গ্রাম সভার মাধ্যমে ভিডিপি গঠনের জন্য সভার আমন্ত্রিত হিসাবে স্থানীয়দের তাদের সাক্ষর সংগ্রহ করেন।
কিন্তু সেই সাক্ষরকেই হাতিয়ার করে গ্রামবাসীদের অন্ধকারে রেখে সভা ছাড়াই নিজ পছন্দের লোককে নিয়ে মনগড়া কমিটি গঠন করা হয় বলে অভিযোগ করেছেন গ্রামের প্রায় আশি শতাংশ লোক।
তারা জানান, গ্রামে বারো’শ’ ভোটার রয়েছেন, তার মধ্যে আট শত ভোটারাই তা অবৈধ বলে করিমগঞ্জ জেলা আধিকারিক, রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকার, রাতাবাড়ি পুলিশ ইনচার্জ, জেলা পুলিশ সুপারদের নিকট স্মারক দিয়েছেন।
কিন্ত প্রশাসনের পক্ষ থেকে নিরব ভূমিকা পালন করাতেই সংবাদ মাধ্যমের নিকট গ্রামবাসীরা তাদের অভিযোগের কথা তুলে ধরার পাশাপাশি নব গঠীত কমিটি বাতিলের দাবি জানান।
তারা বলেন, গ্রামে ভিডিপি কমিটি গঠন হলে রাতের অন্ধকারকে কাজে লাগাতে ব্যর্থ হবে চুরের দল। এতে তারা নানান সমস্যা থেকে রক্ষা পাবেন। তাই ভিডিপি গঠনে গ্রামের সবাই সচেষ্ট। কিন্ত ছল-চাতুরী না করে গ্রামবাসিদের মতামত নিয়ে স্বচ্ছ ভাব সম্পন্ন লোকদেরকে তারা কমিটিতে দেখতে চান। যারা গ্রামের লোকদের সুখে দূঃখে পাশে থাকেন।