সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ শ্যামাকালী পূজা ও দীপাবলি

Spread the love

ধলাই, ২৬ অক্টোবর : প্রতি বৎসরের ন্যায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ধলাই এলাকার বিভিন্ন পূজা মণ্ডপে শ্যামাকালী পূজা ও দীপাবলি অনুষ্ঠান সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে।

দেবীর চরণে পুষ্পাঞ্জলি প্রদান সহ বিভিন্ন পূজা মণ্ডপে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বর্ষণকে উপেক্ষা করে মানুষ বেরিয়ে পড়েন পুজোয়। দিনভর ভারী বর্ষণের মধ্যে মানুষ দীপাবলি উৎসব পালন করেন। বৃষ্টিপাতের মধ্যেও প্রতিটি পূজা মণ্ডপে জমে উঠে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান।

এলাকার বেশ কয়েকটি ক্লাব ও পূজা কমিটি আয়োজন করে সাংস্কৃতিক অনুষ্ঠান। দক্ষিণ ধলাইয়ের চান্নিঘাট অলমাইটি ক্লাব আয়োজিত শ্যামাকালী পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দেবীর আরাধনা নৃত্য সহ বিভিন্ন আধুনিক নৃত্য পরিবেশন করেন নৃত্য শিল্পীরা। রাত্রি ৮ ঘটিকা হইতে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নৃত্য অনুরাগী অসংখ্য মানুষ। জমে উঠে জমজমাট অনুষ্ঠান।

ফ্রেঞ্চনগর দুর্গাবাড়ি কালী পূজা কমিটির ব্যবস্থাপনায় আয়োজন করা হয় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। রাত্রি ৮ ঘটিকা হইতে এলাকার বিশিষ্ট নৃত্যশিল্পীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রতিবছরের ন্যায় প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে কমিটি। দেবীর আরাধনা নৃত্য, ধামাইল নৃত্য, বলিউড নৃত্য পরিবেশন করেন প্রতিযোগীরা। মোট ৩৫ জন প্রতিযোগীর মধ্যে বাছাই করা হবে প্রথম দ্বিতীয় ও তৃতীয় প্রতিযোগী।

অনুষ্ঠানে আর্থিক পুরস্কার সহ শান্তনা পুরস্কার তুলে দেওয়া হবে প্রতিযোগীদের জানান কমিটির কর্মকর্তারা। স্থানীয় গীতা সংঘের শিল্পীদের সক্রিয় ভূমিকা ছিল অনুষ্ঠানে।

খুলিছড়া সার্বজনীন কালী পূজা কমিটির উদ্যোগে বাম ধলাই হরিনাম সম্প্রদায়ের পরিবেশনায় “রোহিদাসের বৈষ্ণবসেবা” লীলা প্রদর্শন করা হয়। রাত্রি ১১ ঘটিকা হইতে এই লীলা কীর্তন অংশগ্রহণ ভক্তমণ্ডলী। এলাকার একমাত্র কালীপূজা মণ্ডপ যেখানে অনুষ্ঠিত হয় লীলা কীর্তন। তাছাড়াও ধলাই এলাকায় শ্যামকালী পূজা আয়োজন করে- ধলাই থানা কালীপূজা কমিটি, লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্ট কালীপূজা কমিটি, হাওয়াইথাং বিট ফরেস্ট কালীপূজা কমিটি, ফ্রেঞ্চনগর শিববাড়ি কালীপূজা কমিটি, ধলাই শ্মশান কালী মন্দির কালীপূজা কমিটি, জারইলতলা বাজার কালীপূজা কমিটি, পশ্চিম ফ্রেঞ্চনগর কালীপূজা কমিটি, মধ্য চান্নিঘাট শিববাড়ি কালীপূজা কমিটি, ফ্রেঞ্চনগর কালী বাড়ি কালীপূজা কমিটি, বিদ্যারতনপুর শিব বাড়ি কালীপূজা কমিটি সহ অন্যান্য পূজা কমিটি।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token