লায়লাপুরে আটক বার্মিজ সুপারি বুঝাই লরি, গ্রেফতার- ১

Spread the love

ধলাই, ১৯ নভেম্বর : আসাম-মিজোরাম সীমান্তের লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টের সম্মুখে ফের আটক করা হল বার্মিজ সুপারি বুঝাই লরি।

কিছুতেই থামার নাম নিচ্ছে না এই বার্মিজ সুপারি পাচার বাণিজ্য।

যখন পুলিশি কড়াকড়িতে বরাক উপত্যকায় উৎপাদিত স্থানীয় সুপারি চাষিরা রাজ্যের অন্যান্য প্রান্তে চালান করতে পারছে না, সেই সময় অবৈধ বার্মিজ সুপারির পাচারকারীরা তাদের অভিযান অব্যাহত রেখেছে।

মাঝে মধ্যে এক-দু’টা লরি আটক করা হলেও প্রতিদিন কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দি দিয়ে শতাধিক গাড়ী বার্মিজ সুপারি পাচারের খবর রয়েছে।  

স্থানীয় সুপারির উপর প্রশাসনের কড়াকড়ির কারণে যখন গত ১৫ দিন ধরে দিগরখাল ও বড়খলায় সুপারি বুঝাই লরি আটকা পড়ে রয়েছে, ঠিক সেই সময় বার্মিজ সুপারি পাচার বাণিজ্য চালিয়ে যাওয়ার এমন সাহস পাচারকারীরা পেলো কোথা থেকে? এমন প্রশ্ন উঠছে।

শুক্রবার রাত দশটার দিকে নাকা চেকিং চলাকালীন সময়ে মিজোরামের দিক থেকে আসা এএস ২৬ সি ৯৬২৬ একটি ছয় চাকার লরির গতিরোধ করে লায়লাপুর পুলিশ।

তল্লাশি চালাতেই বেরিয়ে আসে লরিটি সম্পন্ন সুপারি বোঝাই রয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশ গাড়ি চালক করিমগঞ্জ জেলার মেদল এর বাসিন্দা বছর ৫০ এর বিলাল আহমদ লস্করকে আটক করে। গাড়ি থেকে উদ্ধার হয় ১৭০ বস্তা সন্দেহজনক বার্মিজ সুপারি। যার ওজন ১০২০০ কেজি। পুলিশ একটি মামলাও নাথিভুক্ত করেছে।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token