আগরতলা, ২৮ অক্টোবর : ত্রিপুরার বিজেপি নেতা এবং রাজ্যের শ্রমমন্ত্রী ভগবান দাসের ছেলেকে গ্রেফতারের দাবীতে আগরতলা কাঁপাল বাম ছাত্র সংগঠন স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া এবং অল ইন্ডিয়া ডেমোক্রেটিক উইমেনস অ্যাসোসিয়েশন।
উনকোটিতে ১৬ বছর বয়সী একটি নাবালিকা মেয়ের গণধর্ষণে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারের দাবিতে দুটি সংগঠনের সদস্যরা আগরতলায় বিক্ষোভ করেছে।
স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া এবং অল ইন্ডিয়া ডেমোক্রেটিক উইমেনস অ্যাসোসিয়েশন এর বিক্ষোভকারীরা মন্ত্রী ভগবান দাসের ছেলের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবিও করেছে।
বিক্ষোভকারীরা অভিযোগ করে, বিজেপি নেতৃত্বাধীন ত্রিপুরা সরকার এবং পুলিশ অভিযুক্ত মন্ত্রীর ছেলেকে রক্ষা করার চেষ্টা করছে। তারা বিজেপি সরকারের শাসনাধীন ত্রিপুরায় মহিলারা নিরাপদ নয় বলেও বিজেপির উতখ্যাত দাবী করেন।
অল ইন্ডিয়া ডেমোক্রেটিক উইমেনস অ্যাসোসিয়েশন আগরতলার সিটি সেন্টারে বিক্ষোভ দেখান।
এদিকে, সিপিআইএম-এর ছাত্র সংগঠন এসএফআই আগরতলায় ত্রিপুরা পুলিশ সদর দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। তারা উনকোটি জেলার কুমারঘাট গণধর্ষণ মামলায় মন্ত্রীর ছেলে সরাসরি জড়িত বলে অভিযোগ করেন।
এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব ত্রিপুরা সরকারের নিন্দা করে বলেন বিজেপি সরকারের শাসনকালে রাজ্যে আইনের শাসন নেই।
প্রায় প্রতিদিনই মেয়ে ছাত্রী, নাবালিকা, যুবতী, মহিলারা ধর্ষণের শিকার হচ্ছে। এই সরকার রাজ্যের মহিলাদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এসএফআই রাজ্য সভাপতি সোলেমান আলি জানিয়েছেন, যতক্ষণ না পুলিশ মন্ত্রীর ছেলের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।