ধলাই, ১ নভেম্বর : আসাম মিজোরাম সীমান্তের লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্ট এর সম্মুখ থেকে পুলিশ আটক করে অবৈধ ইউরিয়া সার বুঝাই লরি।
চোরাচালান বাণিজ্য রুখতে মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মার কঠোর অবস্থানে সতর্ক প্রশাসন।
উপত্যকার বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত পুলিশের হাতে ধরা পড়ছেন একের পর এক অবৈধ ব্যবসার সাথে জড়িত ব্যবসায়ীরা।
বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে গত কিছুদিনে বেশ কয়েকটি বড় বড় সাফল্য পেয়েছে পুলিশ। উদ্ধার হয়েছে কোটি কোটি টাকার অবৈধ সামগ্রী।
ইতিমধ্যে বেশ কয়েকজনকে পাকড়াও করে হাজতে পুরেছে পুলিশ। এত সত্ত্বেও থেমে নেই অবৈধ চোরাচালান বাণিজ্য।
সোমবার রাতে মিনি ট্রাকে ইউরিয়া সার পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে ইউরিয়া সার বোঝাই লরি।
নাকা চেকিং চলাকালীন সময়ে শিলচরের দিক থেকে মিজোরাম অভিমুখী যাওয়া এএস ১১ ইসি ১৪৯৮ নম্বরের ইন্ট্রা মিনি ট্রাক গাড়ির গতিরোধ করে লায়লাপুর পুলিশ।
তল্লাশি চালাতে গিয়ে দেখা যায় গাড়িতে সার বোঝাই রয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশ গাড়ি সমেত চালককে আটক করে।
গাড়িতে মোট ৫০ ব্যাগ ইউরিয়া সার বুঝাই ছিল। ধৃত গাড়ি চালক ধলাই থানা এলাকার রাজঘাট প্রথম খন্ডের বাসিন্দা বছর ৩০ এর নিয়াস উদ্দিন লস্কর। মামলা নাথিভুক্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ।