মেঘালয়ে বাঙালিদের হেনস্থা! মুখ্যমন্ত্রী কনরাদ সাংমার প্রতিচ্ছবি দাহ কাছাড় যুব কংগ্রেসের

Spread the love

শিলচর, ১ নভেম্বর : মেঘালয়ে বাঙালী হেনস্থার প্রতিবাদে সরব কাছাড় জেলা যুব কংগ্রেস।

মঙ্গলবার শিলচর ইন্দিরা ভবন থেকে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাদ সাংমার প্রতিচ্ছবি নিয়ে এক বিক্ষোভ মিছিল বের করে কাছাড় জেলা যুব কংগ্রেস।

 শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে পার্ক রোড পয়েন্টে সমবেত হন এবং বিভিন্ন স্লোগান তুলে কনরাদ সাংমার প্রতিচ্ছবি দাহ করেন যুব কংগ্রেসের কর্মকর্তারা।

 সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে যুব কংগ্রেসীরা জানান যে, বিগত কিছুদিন ধরে মেঘালয়ের খাসি স্টুডেন্ট ইউনিয়ন বাঙালীদের বিভিন্ন ভাবে হেনস্থা করে আসছে।

মেঘালয়ে বিজেপি শাসিত সরকার থাকা সত্ত্বেও আসামের মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে কেন নীরব ভূমিকা পালন করছেন তা নিয়ে  প্রশ্ন তোলেন যুব কংগ্রেসের কর্মকর্তারা।

মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাদ সাংমার প্রতিচ্ছবি দাহ করে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে তাঁরা মেঘালয়ে বসবাসকারী বাঙালীদের সুরক্ষা প্রদানের দাবিতে আসাম সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

অতি সত্বর বিহিত ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামীতে আন্দোলন আরও বৃহৎ আকার ধারণ করবে বলেও  কড়া ভাষায় হুসিয়ারি দিয়েছেন যুব কংগ্রেসের কর্মকর্তারা। বিষয়টি নিয়ে জেলা যুব কংগ্রেসের সভাপতি রণজিৎ দেবনাথ সংবাদ মাধ্যমের সম্মুখে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token