অনিমেষ চক্রবর্তী, বড়খলা, ২৯ এপ্রিল : ছেচরি জিপির পর এবার বড়খলার শালচাপড়া উন্নয়নখন্ড়ের ভাঙ্গারপার জিপিতেও অরোণোদয় প্রকল্পের তালিকা নিয়ে ব্যাপক দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগে বিক্ষোভ দেখালেন জিপির জনসাধারণ।
তারা বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের বিরুদ্ধে মুর্দাবাদ ধ্বনিতে গোঠা এলাকা স্বরগরম করে তুলেন।
জিপির জনগণের অভিযোগ, গ্রাম সভার তালিকার ব্রাত্য করে উৎকোচ এবং দুর্নীতির আশ্রয়ে তালিকা তৈরি করা হয়েছে।
পরে জিপির ৮,৯ ও ১০ নম্বর গ্রুপের মহিলারা সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করে বলেন সরকারি গাইড লাইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অরোণোদয় প্রকল্পের হিতাধিকারির তালিকা তৈরি করা হয়েছে।
তারা এই তালিকা তৈরির পেছনে স্থানীয় বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের ইশারা কাজ করেছে বলে অভিযোগ করেন।
স্থানীয় বিক্ষুব্ধ জনগণ ক্ষোভ প্রকাশ করে বলেন, ভাঙ্গারপার জিপির এপি সদস্যার প্রতিনিধি সফিকুল ইসলাম ও কয়েকজন জন গ্রুপ সদস্য টাকার বিনিময়ে সরকারি গরিব বিধবা মহিলাদের বঞ্চিত করে তালিকা তৈরি করেছেন।
এই তালিকা বাতিল করে প্রকৃত উপযুক্ত হিতাধিকারীদের নাম অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন তারা।
এতে উপস্থিত ছিলেন গোলাপজান নুর, আজিমা খাতুন, অমলা বিবি, রাস্তা বেগম, সিদ্দিকা খানম, তরুণ নেছা, মিনারা বেগম, বিলাতুন নেছা এবং রুকিয়া বেগম সহ অন্যান্যরা।
এব্যাপারে ভাঙ্গারপার জিপি সভানেত্রী আছমাতারা বড়ভুইয়ার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন সরকারি নির্দেশ মতে গ্রামসভা করে হিতাধিকারির তালিকা জমা দেওয়া হলেও একজনের নাম আসেনি।
কিভাবে কি হল তিনি কিছুই বুঝতে পারছেন না, তবে এব্যাপারে বার বার জেলা শাসক, জেলা পরিষদের সিইও ও শালচাপড়ার বিড়িওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন।