গণ আওয়াজ, শিলচর প্রতিনিধি, ২২ আগস্ট, সোমবার : আসামের সরাসরি নিয়োগ পরীক্ষা পরিচালনার সাথে সম্পর্কিত প্রোটোকল লঙ্ঘনের অভিযোগে রবিবার গ্রেপ্তার হন শিলচর কাছাড় কলেজের অধ্যক্ষ সিদ্ধার্থ শঙ্কর নাথ।
অবশ্য পরে তাঁকে ওই দিনই জামিনে মুক্তি দেওয়া হয়।
কাছাড় জেলার ডেপুটি কমিশনার রোহন কুমার ঝা-র এফআইআর দায়ের করার পর আসাম পুলিশ নাথকে গ্রেপ্তার করেছিল।
অধ্যক্ষ সিদ্ধার্থ শঙ্কর নাথের বিরুদ্ধে কাছাড়ের ডেপুটি কমিশনার রোহন কুমার ঝা অভিযোগ কাছাড় কলেজে আসামের সরাসরি নিয়োগ পরীক্ষা পরিচালনায় অবহেলা করেছেন।
উল্লেখ্য যে, রবিবার আসাম সরকারের অধীনে বিভিন্ন বিভাগে সরাসরি নিয়োগের পরীক্ষা কাছাড় কলেজেও অনুষ্ঠিত হয়।