শিলচর, ৫ নভেম্বর : উৎকোচ নিয়ে রাজ্যের ভিজিল্যান্স ও দুর্নীতি দমন বিভাগের কর্মীদের পোতা জালে শিলচরে ধরা পড়লেন আরও এক ঘুষখোর সরকারি কর্মচারী।
শিলচর পূর্ত বিভাগের কার্যালয়ের দুর্নীতি দমন বিভাগের কর্মীদের গ্রেফতার ওই ঘুষখোর কর্মচারী কম্পিউটার অপারেটর শ্রীবাস ঘোষ।
মুখ্যমন্ত্রীর নির্দেশে জিরো টলারেন্স রাজ্য গড়তে পুলিশ ও ভিজিল্যান্স টিম প্রতিনিয়ত লড়াই চালিয়ে যাচ্ছেন ঘুষখোর আধিকারিক-কর্মচারীর বিরুদ্ধে।
প্রায় প্রতিদিনই রাজ্যের কোন না কোন জেলায় গ্রেফতার করা হচ্ছে ঘুষখোর আধিকারিক-কর্মচারীদেরকে। তারপরও এই অপকর্ম বন্ধের নাম নেই।
শনিবার শিলচরে ফের এক ঘুষখোর সরকারি কর্মচারী ভিজিল্যান্স ও দুর্নীতি দমন বিভাগের কর্মীদের পোতা জালে ধরা পড়ে।
এদিন পূর্ত বিভাগের শিলচর ও উধারবন্দ অঞ্চলভিত্তিক সড়ক সংমন্ডলের কার্যবাহী বাস্তুকারের কার্যালয়ে ভিজিল্যান্স ও দুর্নীতি দমন বিভাগের ইন্সপেক্টর শংখ স্বরগরীর নেতৃত্বে সাত সদস্যের টিম অভিযান চালায়।
কার্যালয়ের কম্পিউটার অপারেটর শ্রীবাস ঘোষকে ঘোষ নেওয়ার সময় ভিজিলেন্স টিমের সদস্যরা হাতে নাতে আটক করেন।
পূর্ত বিভাগের তৃতীয় শ্রেণির ঠিকাদারের লাইসেন্স ও শ্রমিকের লাইসেন্সের নামে পাঁচ হাজার টাকা উৎকোচ নিয়ে হাতে নাতে গ্রেফতার হয় শ্রীবাস ঘোষ। অভিযোগকারীর কাছে ধৃত কর্মচারী আট হাজার টাকা দাবী করেছিলেন। এদিন দুপুরে এঘটনা সংঘটিত হওয়ার পর অসম পুলিশের স্পেশাল ডিজিপি জিপি সিং টুইট করে সবিশেষ প্রকাশ করেন।