গণ আওয়াজ, আগরতলা প্রতিবেদক, ২৩ অগাস্ট, মঙ্গলবার : ত্রিপুরায় কংগ্রেসের রাষ্ট্রপতি সাশনের দাবী নস্যাৎ করে দিল বিজেপি।
রাজ্যের ক্ষমতাসীন দল বিজেপি রাজ্যে কংগ্রেসের রাষ্ট্রপতি শাসন জারি দাবির প্রতিবাদ জানিয়ে রাজ্যের ভাবমূর্তি কলঙ্কিত করার জন্য কংগ্রেসকেই দায়ি করে।
ত্রিপুরার তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, এআইসিসি সাধারণ সম্পাদক অজয় কুমার এবং কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ এই দাবী উত্তাপন করে ত্রিপুরার জনতার অবমাননা করেছেন।
চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে রবিবার দিল্লিতে এআইসিসি সদর দফতরে জাতীয় মিডিয়ার সামনে অজয় কুমার এবং সুদীপ রায় বর্মণ যেভাবে ত্রিপুরায় রাষ্ট্রপতির শাসনের দাবি জানিয়েছিলেন আমরা তার তীব্র নিন্দা জানাই।
২৩শের মার্চে রাজ্যে বিধানসভা ভোট হওয়ার কথা।
তার আক্রমণ অব্যাহত রেখে, চৌধুরী কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের হাস্যকর মনে করেন।
তিনি সুদীপ রায় বর্মনের কঠোর সমালোচনা করে বলেন, ২৫ বছরের কমিউনিস্ট শাসনামলে রাজ্যে যখন খুন, ধর্ষণ, হামলা, হুমকি এবং ভয় দেখাচ্ছিল তখন কেন দিল্লি ছুটে যাননি এবং রাষ্ট্রপতির শাসন জারি করেননি।
রাজ্যের জনগণ ২৫ বছরের কমিউনিস্ট শাসন এবং সাড়ে চার বছরের বিজেপি-আইপিএফটি ব্যবস্থার কার্যকারিতা বিচার করতে বদ্ধপরিকর।
কংগ্রেস এবং সিপিআই(এম) এর মধ্যে গোপন বোঝাপড়ার রাজনীতি পশ্চিমবঙ্গের জনগণ যেভাবে প্রত্যাখ্যান করেছেন, সে ভাবে ত্রিপুরার জনগণও করেছেন।
কোভিড মহামারী থাকা সত্ত্বেও ত্রিপুরায় পাইপ লাইনে জল সরবরাহ করা থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং সামাজিক পেনশন পর্যন্ত কার্যকর হয়েছে। ২৩ শের নির্বাচনে সরকারের পারফরম্যান্সের ভিত্তিতে রাজ্যের মানুষ ফের বিজেপিকে সমর্থন করবে এবং সরকার বিজেপিরই হবে বলে দাবী করেন ত্রিপুরার তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী।