সুপ্রিয় পাল, ১৫ নভেম্বর : পন্ডিত জহরলাল নেহেরু জন্ম দিন উপলক্ষে ১৪ নভেম্বর গৌহাটির খানা পাড়ার শ্রীশ্রী গোবিন্দ মন্দিরে শিশু দিবস উৎযাপন করা হয়।
পন্ডিত জহরলাল নেহেরুর জীবনী নিয়ে আলোচনা করেন নীতু সিংহ ও রাজেন্দ্র সিংহ। এই অনুষ্ঠানে শিশুদের বিভিন্ন খেলাধুলা কুইজ নৃত্য ও বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পুরস্কার বিতরন করেন তাপসি সিংহ, সেনাগ সিংহ, রাজেন্দ্র সিংহ, রাজচন্দ্র সিংহ, নবশ্যাম সিংহ ও বিপ্লবজিৎ রাজকুমার।
ম্যাজিসিয়ান বীরচন্দ্র সিংহের ম্যাজিক শো শিশুদের মনোরঞ্জন প্রদান করে।
তাছাড়া শিশুদের নিয়ে এক সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।
এতে নিমাই পন্ডিত সিংহের পরিচালনায় শিশুদের একাঙ্ক নাটক ও দলীয় নৃত্য দর্শকদের প্রশংসা কুড়িয়ে নেয়। গোটা অনুষ্টানটি পরিচালনা করেন বীরজিৎ রাজকুমার ও গৌতম সিংহ।