শিলচর, ৩০ অক্টোবর : কাছাড়ের পুলিশসুপার নুমল মাহাতো রবিবার জানিয়েছেন পাসপোর্ট মেলা হলেও এই মেলায় হবে শুধু ভেরিফিকেশন প্রক্রিয়া। মেলা শুরু হয়েছে সকাল দশটায় থেকে।
পাসপোর্ট মেলাটি উদ্বোধন করেন শিলচরের সাংসদ রাজদীপ রায়। ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং লক্ষীপুর বিধায়ক কৈশিক রাই সহ কাছাড়ের জেলাশাসক রোহনকুমার ঝা, সহ পুলিশ আধিকারিকগণ।
যারা এই মেলায় অতিথি ছিলেন তাদেরকে সম্মান জানানো হয়।
পুলিশ সুপার নুমল মাহাতো বলেন ভেরিফিকেশন’ প্রক্রিয়ার জন্য রাখা হয়েছে মোট পাঁচটি টেবিল।
বর্তমানে কাছাড়ে পাসপোর্টের জন্য আবেদনকারী ১৬০০-র চেয়েও বেশি সংখ্যক লোকের ভেরিফিকেশন প্রক্রিয়া আটকে রয়েছে।
তাদের সবাইকেই নথিপত্র সহ মেলায় উপস্থিত হতে বার্তা পাঠানো হয়েছে।
খতিয়ে দেখার পর যাদের নথিপত্র ঠিকঠাক মনে হবে তাদের ভেরিফিকেশন প্রক্রিয়া সেরে সঙ্গে সঙ্গেই সেসব ভারতীয় পাসপোর্ট সেবার ‘ওয়েবসাইট-এ আপলোড করা হবে।
তবে সন্দেহজনক কিছু থাকলে সেসব পুনরায় যাচাই করে দেখার জন্য রেখে দেওয়া হবে বলে জানান তিনি। পুলিশ সুপার নুমল মাহাতো আরো বলেন, তিনি জনসাধারণের হয়ে সব সময় কাজ করে যাবেন যাতে কাউকে অসুবিধার সম্মুখীন হতে না হয়।