এম জামান মজুমদার, ২৬ নভেম্বর : আসাম পুলিশ ২৬ নভেম্বর হাইলাকান্দি জেলা থেকে ৪২০০ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। এই ঘটনায় জড়িত আলতাফ হোসেন চৌধুরী নামের এক পাচারকারিকেও গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সুত্রের খবরের ভিত্তিতে পুলিশ হাইলাকান্দি জেলার আলগাপুরে এক অভিযানের সময় ট্যাবলেটগুলি জব্দ করেছে।
হাইলাকান্দির পুলিশ সুপার নবনীত মহন্ত জানিয়েছে অন্য আরও একটি অভিযানে পুলিশ পঞ্চগ্রাম পুলিশ ফাঁড়ির কাঠকহল থেকে ৭৮০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এই ট্যাবলেটগুলো করিমগঞ্জের আব্দুল হাই নামের এক পাচারকারীর ডেরা থেকে উদ্ধার করা হয়েছে।
জব্দ করা ট্যাবলেটগুলির বাজার মূল্য ১৬ লক্ষ টাকা হবে বলে অনুমান করা হয়েছে। এছাড়া হাইলাকান্দির টেম্পোরে দেবাশীষ সিংহের কাছ থেকে সন্দেহভাজন হিরোইনসহ সাতটি শিশি উদ্ধার করা হয়েছে।
কয়েকদিন আগে আসাম পুলিশ রাজ্যের শিলচর শহরে ৩০টি সাবানের বাক্সে রাখা ৪০০ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করেছিল।
রিপোর্ট অনুযায়ী, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম ব্রাঞ্চ, কল্যাণ কুমার দাসের নেতৃত্বে পুলিশের একটি দল শহরের ট্রাঙ্ক রোডে একটি গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে ৩০টি সাবানের বাক্সে রাখা ৪০০ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করেছিল।
পুলিশ শহিদ মোহাম্মদ লস্কর এবং শিলচরের মধুরবন্দরের বাসিন্দা শাওহাজ হোসেন মজুমদার নামে দুই অভিযুক্ত পাচারকারীকেও গ্রেপ্তার করেছে।
আটক পাচারকারীরা পার্শ্ববর্তী রাজ্য মণিপুর থেকে মাদক নিয়ে আসছিল। কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্তার মতে, জব্দ করা নেশা সামগ্রীর বাজার মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা।