হাইলাকান্দিতে ফসল বীমার সচেতনতা সপ্তাহ

Spread the love

হাইলাকান্দি ১ ডিসেম্বর: হাইলাকান্দিতে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার সচেতনতা সপ্তাহ পালন শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে।

সপ্তাহ পালনের প্রথম দিনে বৃহস্পতিবার বক্রিহাওর ষষ্ঠ খন্ড এলপি স্কুলে কৃষি বিভাগের সাত দিন ব্যাপী ওয়ার্কশপ শুরু হয়েছে।

এতে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা সম্বন্ধে কৃষকদেরকে বিশদভাবে অবগত করানো হবে।

প্রথম দিনের সভায় অন্যান্যদের মধ্যে হাইলাকান্দি ডিস্ট্রিক্ট এগ্রিকালচার অফিসার আব্দুল বাতিন চৌধুরী, হাইলাকান্দি কৃষিবিজ্ঞান কেন্দ্রের সাইন্টিস্ট বিজয় ছেত্রী, ইন্সপেক্টর এনাম উদ্দিন লস্কর, অ্যাসিস্টেন্ট ডিস্ট্রিক্ট এগ্রিকালচার অফিসার সমির মেধি, ফিল্ড সুপারভাইজার ভাস্করজ্যোতি চৌধুরী প্রমুখ ফসল বীমার বিশদ তুলে ধরেন।

ওয়ার্কশপে কৃষিকাজে অজৈবিক সারের পরিবর্তে জৈবিক সার ও পচনসার ব্যবহারের পরামর্শ দেওয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়। এতে মাটির উর্বরতাও বৃদ্ধি পায় বলে জানানো হয়।

সভায় জানানো হয় যে কৃষকদের ফসলের বীমা করার দায়িত্ব হাতে নিয়েছে এগ্রিকালচার ইন্সুরেন্স কোম্পানী অফ ইন্ডিয়া। 

ফিল্ড সুপারভাইজার ভাস্করজ্যোতি চৌধুরী বলেন  হাইলাকান্দি জেলায় অন্যান্য ফসলের তুলনায় বরো ধান বেশী পরিমাণে উৎপাদিত হয়।

তারজন্য গোটা জেলায় বরো ধানের ক্ষেত্রে বেশী গুরুত্ব দিয়েছে সরকার।

তিনি বলেন মাত্র একশো টাকার বিনিময়ে একটি ফসল বীমা করে রাখলে যদি প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল বিনষ্ট হয়ে যায় তাহলে বিঘা প্রতি ৯২৬৬ টাকা পর্যন্ত বীমা প্রদান করবে সরকার। উল্লেখ্য, হাইলাকান্দি জেলায় চতুর্থ বীমা সপ্তাহ উদযাপন আলগাপুর উন্নয়ন খন্ডের বক্রিহাওর ষষ্ট খণ্ড এলপি স্কুল থেকে শুরু হয় বৃহস্পতিবার। 

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token