মেঘালয়ে কংগ্রেস ঘুরে দাঁড়িয়েছে, নতুন মুখ নিয়ে লড়বে নির্বাচনে :  ভিনসেনট এইচ পালা

Spread the love

শিলং, ২ ডিসেম্বর : মেঘালয় কংগ্রেস দলকে নতুন করে সাজাবে। বিধায়কদের দলত্যাগের পর দীর্ঘদিন মেঘলয় কংগ্রেস   হিমঘরে চলে যাওয়ার ফের মাথা তুলে দাড়াতে বেশ কিছু পদক্ষেপ গ্রহন করেছে।

বৃহস্পতিবার মেঘালয় প্রদেশ কংগ্রেস সভাপতি ভিনসেনট এইচ পালা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছেন আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেস অর্ধেকেরও বেশী নতুন মুখকে প্রার্থী করবে।

বাকীদের মধ্যে রনি ভি লিংডোহ, পিএন সায়েম, ডেবোরা মারাক এবং এমডিসি-র মতো অভিজ্ঞ নেতারা থাকবেন।  

রাজনৈতিক মন্থনের মধ্যে ত্যাগ এবং পদত্যাগ দিনের কথাও উঠে এসেছে।

রাজ্য কংগ্রেস স্পষ্ট করে দিয়েছে দলের যারা ইনএকটিভ হয়ে বসে আছেন তাদেরকে বিধায়ক পদে প্রার্থী করতে আগ্রহী নয়।

তিনি বলেছেন, এনপিপি এবং ইউডিপির মতো অন্যান্য দলগুলিও পদত্যাগ এবং অন্তর্দ্বন্দ্বের সাক্ষী রয়েছে। তবে আমরা আমাদের বাড়িটি পুনর্নির্মাণ করেছি।

কংগ্রেস এই মুহূর্তে রাজ্যের অন্য যেকোনো দলের চেয়ে ভাল অবস্থানে রয়েছে বলে আত্মবিশ্বাসী পাল দাবী করেছেন।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token