বক্তব্য রাখলেন গৌহাটি বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রধান ড০যোগেন চন্দ্র কলিতা
শিলচর, ৮ ডিসেম্বর : গুরুচরণ কলেজের প্রাণীবিদ্যা বিভাগ এবং আইকিউএসি-র যৌথ উদ্যোগে ৩ ডিসেম্বর ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ জীবনের জন্য লাইফ সায়েন্সর বিভিন্ন ক্যারিয়ার নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছিল।
এতে মুখ্য বক্তা এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গৌহাটি বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর (ডাঃ) যোগেন চন্দ্র কলিতা।
ডাঃ কলিতা “Future scopes in Life Sciences” এই বিষয়ে ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ জীবনের জন্য লাইফ সায়েন্সর বিভিন্ন ক্যারিয়ার নিয়ে বিস্তৃত আলোচনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ডাঃ বিভাস দেব।
এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ডাঃ গোপা সিংহ, IQAC র কোর্ডিনেটর ডাঃ অপ্রতিম নাগ এবং গুরুচরণ কলেজের প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ নীলেন্দু ধর।
প্রায় ১২৫ জন ছাত্র ছাত্রী এবং অন্যান্য ডিপার্টমেন্টের শিক্ষক শিক্ষিকা এই সভায় অংশ গ্রহণ করেন।
ডাঃ নীলেন্দু ধর তাঁর স্বাগত ভাষনে সবাইকে সাদর আমন্ত্রণ জানান এবং ডাঃ কলিতার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অধ্যক্ষ ডাঃ বিভাস দেব এবং ডাঃ অপ্রতিম নাগও বক্তব্য রাখেন।
ওই সভায় ডাঃ যোগেন চন্দ্র কলিতা সবার উপস্থিতিতে Zoological Society of Assam এর একটি শাখা গুরুচরণ কলেজে উদ্বোধন করেন। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ডাঃ দেবাশীষ ভট্টাচাৰ্য। আলোচনা সভাটি পরিচালনা করেন ডাঃ দেবীপ্রীতা দত্ত।