আসাম, কাঠলিছড়া, ১২ ডিসেম্বর : সন্ত্রাসী পথ ত্যাগ করে সোমবার হাইলাকান্দি জেলার কাঠলিছড়ায় বিভিন্ন জঙ্গি সংগঠনের ১১৭৯ জন সদস্য অস্ত্র ত্যাগ করে স্বাভাবিক জীবনধারায় ফিরে আসেন।
অসম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারী ও আসামের মন্ত্রী পীযুষ হাজারিকার উপস্থিতিতে কাটলিছড়ায় প্রথম বারের মতো বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনের বিশাল সংখ্যক সদস্য স্বাভাবিক জীবনধারায় ফিরে আসার উদেশ্যে একসাথে অস্ত্র সহ আত্মসমর্পন করে।
অসম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারী বলেন, যারা বিভিন্ন বঞ্চনা, প্রতারণা ও শিক্ষার অভাবে জঙ্গিবাদের পথ ধরেছিল তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন।
আসামের মুখ্যমন্ত্রী ড০ হিমন্ত বিশ্ব শর্মা প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি ক্রমন্বয়ে পূরণ করে চলেছেন যার ফলস্বরূপ আজ একসাথে এত বৃহৎ সংখ্যক সদস্য আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবন ধারায় ফিরে এসেছেন।
মন্ত্রী পীযূষ হাজারিকাও প্রধানমন্ত্রী ও আসামের মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন। তিনি যুদ্ধ নয় শান্তি চাই, অস্ত্র নয় উন্নয়ন চাই এই স্লোগান তুলে বলেন মুখ্যমন্ত্রী আসামের সার্বিক উন্নয়নের সাথে সাথে শান্তি স্থাপনে অক্লান্ত কাজ করে যাচ্ছেন। আজ এই আত্মসমর্পণ পর্ব তারই প্রচেষ্টার সুফল হিসাবে তুলে ধরেন।