শিলচর পৌরনিগম নির্বাচনে ৪২ টি ওয়ার্ডে বিজেপির বিরুদ্ধে প্রার্থী দেবে বিডিএফ : প্রদীপ দত্তরায়

Spread the love

শিলচর, ২০ ডিসেম্বর : শিলচর পৌর নিগম নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের বিরোধী ঐক্যমঞ্চ গঠনে প্রয়াসী চালাবে বরাক ডেমোক্রটিক ফ্রন্ট।

আজ মঙ্গলবার শিলচর পেনশনার্স ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন বিডিএফ কর্মকর্তা এবং বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায়।

প্রদীপ দত্তরায় বলেছেন, পৌর নিগমের নির্বাচন নিয়ে বিভিন্ন বিতর্ক রয়েছে, নাগরিকদের সাথে এই ব্যাপারে শাসকদলের পক্ষ থেকে কোন বিনিময় করা হয়নি যা প্রত্যাশিত ছিল।

দত্তরায় বলেন, প্রস্তাবিত পৌর নিগমের সীমানা ১০০ বর্গ কিলোমিটারের বেশি হবার কথা ছিল। কারন শিলচরকে আগামীতে স্মার্ট সিটি মনোনয়ন পেতে হলে তা জরুরী বলে শোনা গেছে।

কিন্তু তারপরও পৌর নিগমের আয়তন কম রাখা হয়েছে বিজেপির বর্তমান পৌর কমিশনারদের স্বার্থে।

বিজেপি দলের নেতাকর্মীরা যে প্রকৃতপক্ষে শিলচরের উন্নয়নের চেয়ে নিজেদের আখের গোছাতে অনেক বেশি আগ্রহী এটা তার প্রত্যক্ষ প্রমান।

তিনি বলেন, বিগত বন্যায় শাসকদলের বিধায়ক ও সাংসদের অকর্মন্যতা ও নিষ্ক্রিয় ভূমিকা সমগ্র শিলচরবাসী প্রত্যক্ষ করেছেন।

জনগণের ক্ষোভের আন্দাজ পেয়ে খোদ মুখ্যমন্ত্রীকে বারবার এখানে এসে অবস্থা সামাল দিতে হয়েছে।

এরপরও জনগনের সাথে কোনধরনের আলাপ আলোচনা না করে একতরফাভাবে পৌরকর ১০০ শতাংশ বৃদ্ধির পরিকল্পনার ছকে ছিল শাসকদল। কিন্তু জনগণ তাদের পরিকল্পনা বেস্তে দিয়েছেন।

সরকারের সরাসরি তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে চাকরীর ক্ষেত্রে বরাকের কর্মপ্রার্থীদের বঞ্চনার বিরুদ্ধে স্বতস্ফুর্ত বনধের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন জনগন।

কিন্তু এই গুরুত্বপূর্ণ ব্যাপারে স্থানীয় বিধায়ক, সাংসদদের কোন প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা যায়নি দত্তরায় উদ্বেগ প্রকাশ করেন।

তবে অবস্থা বেগতিক দেখে আবার খোদ মুখ্যমন্ত্রী শিলচরে এসে এই ব্যাপারে মুখ খুলতে বাধ্য হয়েছেন।

মুখ্যমন্ত্রী বলেছিলেন মোট উত্তীর্ণের কুড়ি শতাংশ বরাক থেকে নির্বাচিত হয়েছেন, কিন্তু বিডিএফ দাবির পরও বিজেপি তালিকা প্রকাশ করার মত সাহস দেখাতে পারেনি।

আগামী পৌরনিগম নির্বাচনে বিডিএফ এসব বিষয় ইস্যু করবে বলেও জানান মুখ্য আহবায়ক প্রদীপ দত্তরায়।

বিডিএফ-এর পক্ষ থেকে তিনি সাংবাদিক সম্মেলনে বিরোধী দলগুলোকে একজোট হবার আহ্বান জানিয়ে শীঘ্র সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হবে জানান।

তিনি বলেন যে তারা আশাবাদী যে বিজেপি দলের অপশাসন ও ঔদ্ধত্য থেকে শিলচর বাসীকে মুক্তি দিতে সবাই এক মঞ্চে এসে যৌথ লড়াইয়ে অংশগ্রহণ করবেন। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিডিএফ যুবফ্রন্টের মূখ্য আহ্বায়ক কল্পার্ণব গুপ্ত, কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক খাইদেম কান্ত সিং, মিডিয়া সেলের আহ্বায়ক হৃষীকেশ দে প্রমুখ।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token