দীপন কুমার দাস কাটিগড়া : চলে গেলেন কাটিগড়ার ধর্মপ্রাণ ব্যক্তিত্ব তথা কাটিগড়া সৎসঙ্গ কেন্দ্রের সহ-প্রতি ঋত্বিক শুধাংশু শেখর পাল।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
পারিবারিক সুত্রে জানা গেছে, বুধবার দুপুর ১টা ৫ মিনিটে কাতিরাইল নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
দীর্ঘদিন থেকে মধুমেহ রোগে আক্রান্ত থাকলেও সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে, দিনকয়েক শিলচরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে মাত্র পাঁচ দিন আগে বাড়ি ফিরছিলেন তিনি।
অবশেষে বুধবার স্ত্রী অনিমা পাল, দুইপুত্র শিলাদিত্য ও শমীন্দ্র পাল সহ পুত্রবধূ, নাতি-নাতনী সহ অসংখ্য গুণমুগ্ধদের রেখে ইহ লোকের সমস্তবন্ধন ত্যাগ করে অমৃত লোকে পাড়ি দিয়েছেন সুধাংশু শেকর পাল ওরফে শিবু।
প্রয়াত সুধাংশু বাবুর দ্বিতীয় পুত্র শিলচর থেকে প্রকাশিত দৈনিক গতি সংবাদ পত্রের কাটিগড়া প্রতিনিধি।
এদিন দুপুরেই সিদ্ধেশ্বর মহাশ্মশানঘাট কালীবাড়ি প্রাঙ্গণে প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন হয়।
প্রয়াতের শেষকৃত্যে ঠাকুর অনূকুল চন্দ্রের দিক্ষিত অসংখ্য গুরুভাই-গুরুবোন, সাংবাদিক সংগঠন সহ এ অঞ্চলের বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের কর্মকর্তারা অংশ নেন।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ব্যক্ত করে প্রয়াত শুধাংশু শেখর পালের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন কাটিগড়া বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, কাটিগড়া বিজেপির মণ্ডল সভাপতি বিশালাক্ষ দেব, কাটিগড়া ব্লক কংগ্রেস সভাপতি হোসেন আহমেদ চৌধুরী, কাটিগড়া ওয়ার্কিং জার্নালিষ্ট গিল্ডের সভাপতি মঞ্জুর আহমেদ, বদরপুর প্রেসক্লাবের সভাপতি যীশু শুক্লবৈদ্য, লায়ন্স ক্লাব অফ কাটিগড়া গ্রেটারের কোষাধ্যক্ষ দেবজ্যোতি চৌধুরী।
কাতিরাইল গ্রামীণ বিকাশ সংস্থার সভাপতি সুব্রত রঞ্জন ধর, সম্পাদক দীপন কুমারদাস, কাটিগড়া থানার অসি নব কুমার শইকিয়া, অসম গণ পরিষদের কাটিগড়া সমষ্টি কমিটির উপসভাপতি নীলেন্দু চক্রবর্তী, চৌরঙ্গী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ধীমান গোস্বামী।