গৌতম চক্রবর্তী, ২৯ ডিসেম্বর : কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা সমষ্টির বাবুর বাজার এলাকার গড়ের ভিতর গ্ৰামে এমাই বাঁধ প্রকল্পের নামে ব্যপক দুর্নীতির তথ্য প্রকাশ্যে নিয়ে এলেন এলাকার জনসাধারণ।
হারাঙ্গা নদী ভাঙ্গন রোধে এমাই বান্দ নির্মাণের জন্য ৬ লক্ষ ২৯ হাজার ২৮৫ টাকা সরকার থেকে বরাদ্দ হয়েছিল, কিন্তু মাত্র এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা খরচ করে বাকি টাকা হাফিস করেছেন সেউতি জিপির সভানেত্রীর প্রতিনিধি সেলিম উদ্দিন বড়ভুইয়া।
আজ সংবাদিকদের সামনে দাঁড়িয়ে এমন অভিযোগ করেন এলাকার স্থানীয় ভুক্তভোগী জনগণরা। তারা বলেন, গত কয়েক বছর আগে হারাঙ্গা নদীর গর্ভে তলিয়ে যায় তাদের গ্ৰামের মুল সড়ক।
পরবর্তীতে, গ্ৰামের মানুষ নিজেদের বাড়ির সুপারি গাছ সহ বিভিন্ন ধরনের মূল্যবান গাছ কেটে জমি দিয়ে চাঁদা সংগ্রহ করে সড়ক নির্মাণ করেছিলেন।
কিন্তু পর পর দু’বার বন্যার কারণে চলাচলের সেই রাস্তায়ও ভাঙ্গন ধরেছে।
তাই প্রটেকশনের জন্য স্থানীয় জনসাধারন অর্থ বরাদ্ধ করালেও অল্পস্বল্প কাজ দেখিয়ে পুরোটাই পকেটস্থ করে নিয়েছেন জিপি সভানেত্রীর প্রতিনিধি সেলিম উদ্দিন বড়ভুইয়া।
বৃহত্তর এলাকার স্কুল পড়ুয়া সহ শত শত পরিবারের যাতায়াতের একমাত্র সড়কটির জন্য বরাদ্ধ টাকা জিপি সভানেত্রীর প্রতিনিধি এভাবে পকেটস্থ করে নেওয়া কোনভাবেই মেনে নিতে পারছেন না এলাকার জনসাধারন।
তারা এব্যাপারে উপজুক্ত তদন্তের মাধ্যমে দুর্নীতিবাজ জিপি সভানেত্রীর প্রতিনিধির কোঠর শাস্তির দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ও কাছাড় জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করছেন।