লক্ষীপুর,৮ জানুয়ারি : বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন, লক্ষীপুর আঞ্চলিক কমিটির বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী রবিবার লক্ষীপুর আঞ্চলিক কমিটির ব্যবস্থাপনায় পালন করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লক্ষীপুর গার্লস হাইস্কুল প্রাঙ্গনে সকাল ১০ টায় সংস্থার পতাকা উত্তোলন করেন বরাক বঙ্গ লক্ষীপুর আঞ্চলিক কমিটির সভাপতি শিল্পজিৎ পাল ।
পতাকা উত্তোলনের পর সবার সম্মূখে তিনি বরাক বঙ্গের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে বক্তব্য রাখেন। তারপর শুরু হয় দ্বিতীয় পর্বের অনুষ্ঠান।
প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়। উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন শিল্পী জগৎজ্যোতি দাস ও সহ শিল্পীরা।
শিল্পজিৎ পালের পৌরহিত্য অনুষ্ঠিত সভায় লক্ষীপুর মহকুমায় পাঁচ জন গুনী ব্যক্তিদেরকে সংবর্ধনা দেওয়া হয়। সভার শুরুতে উদ্দেশ্যে ব্যাখ্যা করেন বরাকবঙ্গ লক্ষীপুর আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক কার্তিক রায়।
উক্ত অনুষ্ঠানে যে সকল পাঁচ জন গুনী ব্যক্তিদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে তাদের মধ্য রয়েছেন মনিপুরী ভাষায় প্রতিষ্ঠিত কবি এইচ কুন্দলাল সিংহ, বিশিষ্ট সাংবাদিক তথা পূর্ব কাছাড় প্রেস ক্লাবের সভাপতি কবীর আহমেদ লস্কর , বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও সঙ্গীত গুরু অমল চক্রবর্তী , সুনামধন্য বেডমিন্টন খেলোয়াড় বিশাল সরকার এবং বিগত বর্ষে মাধ্যমিক পরীক্ষায় লক্ষীপুর পরীক্ষা কেন্দ্রের সর্বোউচ্চ বাংলায় নম্বর পাওয়া ও মেধাবী ছাত্র আরিয়ান রায়।
এই পাঁচজন গুনী ব্যক্তিদের উত্তোরীয় দিয়ে বরন করে তাদের হাতে শুভেছা স্মারক তুলে দেন কমিটির সদস্যরা। পৃথক পৃথক স্মারক গুলি সভায় পাঠ করে শুনান অসিম পাল,পাপিয়া সেন , রাজদীপ দাস, রনজিত দাস, পূর্নীমা পাল।
অনুষ্ঠানে ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়ে বক্তব্য রাখেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন জেলা কমিটির সহ সভাপতি জগবন্ধু দাস, বরাকবঙ্গ লক্ষীপুর আঞ্চলিক কমিটির কোষাধ্যক্ষ সাত্যকী দাস, বরাকবঙ্গ লক্ষীপুর আঞ্চলিক কমিটির সভাপতি শিল্পজিৎ পাল, পয়লাপুল নেহেরু কলেজের অধ্যাপক শুভজিৎ চক্রবর্তী, রূপম দেব, সাংবাদিক কবীর আহমেদ লস্কর, সঙ্গীত গুরু অমল চক্রবর্তী, সাহিত্যিক এইচ কুন্দলাল সিংহ, লক্ষীপুর জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি স্বদেশ সরকার, মলিনা দে পুরকায়স্থ সহ আরো অনেকে।
অনুষ্ঠান চলাকালীন মাঝে মাঝে সঙ্গীত ও কবিতা আবৃত্তি চলে। পৌলমী রায়ের পরিচালনায় সমবেত সঙ্গীত পরিবেশন করে শিশু শিল্পীরা।
একক সঙ্গীত পরিবেশন করেন গৌতম রুদ্রপাল, অনুরাধা রায় ও সোমা রায়।
অনুষ্ঠানে ছড়া ও কবিতা আবৃত্তি করেন সঞ্চীতা দত্তচৌধুরী, সুমিতা দাস, রহিমা খাতুন, মিঠুন সূত্রধর, সিয়ারাম যাদব, পূর্নিমা পাল, মলিনা দে পুরকায়স্থ সহ অন্যান্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বরাকবঙ্গ লক্ষীপুর আঞ্চলিক কমিটির সহ সম্পাদক রূপম দেব। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন পুলক দাস। সর্বশেষে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।