জুলি দাস
করিমগাঞ্জ, ১০ জানুয়ারি : করিমগঞ্জ কারাগারে আজ সকাল ৬টা থেকে ১২২ বন্দি অনশনে বসেন। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এনডিপিএস আইনে কারাগারে আটক থাকলেও আদালত থেকে জামিন পাননি।
তাদের অনেকেই এক বছরের বেশি সময় ধরে জেলে বন্দি হয়ে আছেন, কিন্তু আদালত তাদের জামিন দেয়নি।
তারা আরও অভিযোগ করে বলেন , আমাদের অনেককে পুলিশ মিথ্যা অভিযোগে কারাগারে বন্দি করে রেখেছে। ফলে আমাদের পরিবারের সন্তান ও বাবা-মায়েরা বাড়িতে অনেক কষ্ট করতেছেন।
আমরা তারিখে তারিখে আদালতে হাজির হয়েছি এবং সকল আসামীকে জামিন দেওয়ার জন্য আদালত ও সরকারের কাছে লিখিত অভিযোগ করেছি, কিন্তু আজ পর্যন্ত কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
আমরা গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের মুখ্য বিচারপতি, রাষ্ট্রীয় এবং রাজ্যিক মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিকটে আবেদন করেছি।
কিন্তু আজ অবধি আমাদের জামিন মঞ্জুর হচ্ছে না।
তাই আজ আমরা আমরণ অনশনে বসতে বাধ্য হয়েছি। রাজ্যের অন্যান্য জেলার জেলে বন্দি হয়ে থাকা এনডিপিএছ এক্টের অধীনের আসামি দেরকে জামিন মঞ্জুর হচ্ছে কিন্তু করিমগঞ্জ জেলার ক্ষেত্রে কেন বৈষম্য বলে হাজতিরা অভিযোগ করেন।