কাটিগড়া সুসংহত শিশু বিকাশ প্রকল্পের কাতিরাইল সেক্টরে ইসিসি দিবস পালন

Spread the love

দীপন দাস, ২০ জানুয়ারি : সমাজ কল্যাণ বিভাগের নিয়মিত কার্যসূচীর মধ্যে শৈশবকালীন যত্ন এবং শিক্ষা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ। প্রতি ইংরেজী মাসের ১৯ তারিখ প্রত্যেকটি অঙ্গনবাড়ি কেন্দ্রে নিয়মিত এই কর্মসূচি পালন করা হয়।

কাটিগড়া প্রকল্পের অন্তর্গত কাতিরাইল সেক্টর সুপারভাইজার লক্ষী চৌধুরীর বিশেষ উদ্যোগে বৃহস্পতিবার জানুয়ারি মাসের ইসিসি দিবস পালিত হয় ২৮১নং অঙ্গবাড়ি কেন্দ্রে ।

এতে কাতিরাইল সেক্টরের ৩৭, ৩৮, ২৭৯ এবং ২৮০ নং  অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা একত্রিত হয়ে কচিকাঁচা শিশুদেরকে নিয়ে মাঘ বিহু উৎসবের আদলে ইসিসি দিবস পালন করেন।

এতে অঙ্গনবাড়ি কর্মীগণ সুপার চল্লিশ বিশ্বস্ত চাল দিয়ে রকমারি পিঠেপুলি তৈরি করে পরিপূরক আহার হিসেবে শিশুদের খাওয়ান।

পরে অভিভাবকদেরকে নিয়ে শিশুদের পরিপূরক আহারের উপর এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।  

এতে সুপার চল্লিশ বিশ্বস্ত চালের উপকারিতা সহ প্রকৃতির বিভিন্ন শাঁকসব্জি দ্বারা কী ভাবে শিশুদের পরিপূরক আহার তৈরি করা যায় এর উপর বিশেষ আলোচনা করেন সেক্টর সুপারভাইজার লক্ষী চৌধুরী।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token