সব ভাষাই শ্রদ্ধা ও সম্মানের, সুতারকান্দিতে হিন্দি কার্যশালায় : রাজেন্দ্রবাবু শর্মা

Spread the love

জুলি দাস

করিমগঞ্জ, ২৯ জানুয়ারি : সব ভাষা শ্রদ্ধা এবং সম্মানের, অন্য ভাষার বিরোধ করা মোটেই কাম্য নয়l তবে গুলামী পরিত্যাগ করতে হবেl

এর জন্য সবাইকে একমত হতে হবে বলেছেন ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়া (এলপিএআই)-এর আইনি উপদেষ্টা রাজেন্দ্রবাবু শর্মাl

গুলামী পরিত্যাগ বলতে তিনি ইংরাজি ভাষার কথাই মূলত বলতে চেয়েছেনl হিন্দি ভাষাকে সাগর বলে আখ্যায়িত করেছেন তিনিl

   সুতারকান্দিতে হিন্দি কার্যশালা উপলক্ষে আয়োজিত সভায় মুখ্য অতিথি রাজেন্দ্রবাবু আরো বলেছেন, হিন্দি ভাষা প্রচারের মূল প্রতীক সেনাl

এর কারণ হচ্ছে সেনাবাহিনীতে বিভিন্ন রাজ্যের জওয়ান ও আধিকারিক কর্তব্যে নিয়োজিত থাকেন, প্রত্যেকের মাতৃভাষা ভিন্ন ভিন্নl

কিন্তু তারা একজন অন্যজনের সঙ্গে হিন্দিতে কথা বলেন, এটা খুবই প্রশংসনীয়l

ভারতের অধিকাংশ রাজ্যেই হিন্দি ভাষার প্রচলন রয়েছে, ফলে হিন্দিকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেওয়া প্রয়োজনl হিন্দি রাজভাষা থেকে একদিন রাষ্ট্রভাষা হবে বলে আশা প্রকাশ করেন তিনিl

হিন্দি ভাষার প্রচার এবং হিন্দি কার্যশালা আয়োজন করার জন্য তিনি এলপিএআই-এর ম্যানেজার অরবিন্দ আকাশির প্রশংসা করেনl

 শর্মা বলেন, আকাশি মারাঠি, কন্নড় হলেও এখন হিন্দিতে অনেক পারদর্শীl

 বিশিষ্ট অতিথি এনএইচআইডিসিএল-এর জেনারেল ম্যানেজার কর্নেল (অবসরপ্রাপ্ত) পোরজে অরুণ ভিকাজি নিজের সংক্ষিপ্ত বক্তব্যে বলেছেন, এক সূত্রে বাঁধতে কাজ করে হিন্দি ভাষাl

    ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়া (এলপিএআই)-এর ম্যানেজার অরবিন্দ আকাশি বলেছেন, ভাষাতে পারদর্শী হতে হবে সবাইকে, প্রয়োজনে সব ভাষাই শিখতে হবেl

এলপিএআই-এর সুতারকান্দি এবং ডাউকির কর্মীদের হিন্দিতে কথা বলার আহ্বান জানান, কার্যশালায় এছাড়াও প্রাসঙ্গিক বক্তব্য রাখেন বিএসএফ আধিকারিক ধরমপল সিং, যোগেশ, পবনকুমার খরবন্দাl 

পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন এলপিএআই-এর চেয়ারম্যান আদিত্য মিশ্রের ব্যক্তিগত সচিব পবনকুমার খরবন্দাl

   হিন্দি কার্যশালা নতুনভাবে চালু হতে যাওয়া ডাউকি এলপিএআই-এর কর্মচারীরা যোগ দিনl তাদের প্রশিক্ষণ দেন পবনকুমার খরবন্দাl মাতৃভাষা অন্য থাকলেও হিন্দিতে পারদর্শিতা প্রদর্শনীর জন্য তিন কর্মচারীকে প্রশংসাপত্র তুলে দেওয়া হয় এবং অতিথিদের উত্তরীয় ও মোমেন্ট দিয়ে সংবর্ধনা জানানো হয় এলপিএআই-এর পক্ষ থেকেl

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token