নিভিয়ার মাগুরাছড়ায় নৌকা পূজার নবমীতে অগনিত ভক্তের সমাগম, প্রশাসনের টহলদারী

Spread the love

সুপ্রিয় পাল, দুল্লভছড়া, ৩০ জানুয়ারি : দীর্ঘ আট বছর থেকে  নিভিয়ার পাশ্ববর্তী  মাগুরাছড়ায় নৌকা পূজায় ১০৮ জন দেব দেবী পূজিত হচ্ছেন।

যা গত ২৬ জানুয়ারিতে পূজার সুচনা হয়েছিল।

স্থানীয় জনগণ, নেতাদের আর্থিক সহযোগীতা সহ পুজারী মধূসুধন লোধের প্রচেষ্টায় নৌকা পুজাটি চালিয়ে যাওয়া হচ্ছে।

পূজা কমিটির সভাপতি সুভাষ চান্দ বর্মা বলেছেন তারা শুধু উপলক্ষ, ঠাকুরের আশির্বাদে দীর্ঘ আট বছর থেকেই মনস্কামনা পুরনে দুরদুরান্ত থেকে আসা ভক্তদের সমাগমে পুজাটি পালিত হচ্ছে।

আজ ৩০ জানুয়ারি (সোমবার) ভক্তদের ঢল সামাল দিতে সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে টহলদারী অব‍্যাহত রয়েছে।

পূজা মন্ডপে মনসা দেবীর আরধনায় বিভিন্ন স্থানের ওঝাদের পদ্ম পূরান গানের আসরে ভক্তদের উপস্থিতি ছিল দৃষ্টি আর্কষন করার মত।

তাছাড়া দুরদুরান্ত থেকে আসা দোকানীরা রকমারী সামগ্রীর পসরা সাজিয়ে বসেছিলেন।

কমিটির পক্ষ থেকে আগামীকাল দশমিতে ভক্তদের উপস্থিত কামনা করে ভক্তদের সমাগম সামাল দিতে পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর যেভাবে তৎপর ছিল এর জন‍্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।  সেইসঙ্গে শান্তি  শৃঙ্খলা পালনে  ভক্তদের সাধুবাদ জানানে হয়।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token