নিমাইচান্দপুর দরবার শরীফের ঈসালে সওয়াব ও তরিকতের বাৎসরিক জলসা ১৬ ফেব্রুয়ারি

Spread the love

মোস্তাফা এ মজুমদারের, হাইলাকান্দি, ৩ ফেব্রুয়ারি :  হাইলাকান্দি নিমাইচান্দপুর দরবার শরীফে শাহসূফী পীর মওলানা কাছিম আলী চৌধুরী (র:) শাহসূফী পীর মওলানা মুহসীন আলী চৌধুরী (র:) ও শাহসূফী পীর মওলানা মাহমুদুর রহমান চৌধুরী (র:) এর ঈসালে সওয়াব ও তরিকতের বাৎসরিক জলসা আগামী ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

এ মহফিলকে ঘিরে প্রস্তুতি জোরকদমে চলছে। বৃহস্পতিবার জোহরের নামাজের পর নিমাইচান্দপুর ছাহেব বাড়ীর ছাহেবজাদা শাহসূফী হজরত পীর মওলানা আলীম উদ্দিন চৌধুরী জলসা কমিটির সভাপতি, সম্পাদক সহ অসংখ্য ভক্ত,মুরিদীনকে নিয়ে এবারের মহফিলের প‍্যান্ডেলের কাজের সূচনা করেন।

প্রতিবারের ন‍্যায় এবারও আগামী ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকায় আহলেসূন্নতের পতাকা উত্তোলনের মাধ্যমে মহফিলের সূচনা হবে।

এদিন বিকেল ৫ ঘটিকা পর্যন্ত নানা কার্যসূচির মধ্যে দিয়ে দিনব্যাপী অনুষ্ঠান চলবে। কার্যসূচির মধ্যে রয়েছে পবিত্র কোরআন পাঠ, নাতে মোস্তাফা,উলামায়ে কেরামদের নসিহত, তরিকতের খতম, মিলাদ শরীফ সহ বিশ্বশান্তি কামনায় মোনাজাত।

মহফিলে তালিম তরবিয়ত করবেন নিমাইচান্দপুরী ছাহেবজাদা শাহসূফী পীর হজরত মওলানা মুসলেহ উদ্দিন চৌধুরী ও শাহসূফী পীর হজরত মওলানা আলীম উদ্দিন চৌধুরী।

তাছাড়াও এদিন হজরত নিমাইচান্দপুরী ছাহেব (র:) এর প্রতিষ্ঠিত কালাছড়া মুহছিনিয়া ফুলবাড়ী মাদ্রাসার দস্তারবন্দি অনুষ্ঠানও হবে।

এতে বরাক উপত্যকার বিশিষ্ট উলামায়ে কেরামগণ উপস্থিত থাকবেন।

 বৃহস্পতিবার অনুষ্ঠানের প‍্যান্ডেলের কাজের সূচনা করে শাহসূফী পীর মওলানা আলীম উদ্দিন চৌধুরী ১৬ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়া নিমাইচান্দপুর দরবার শরীফের ঈসালে সওয়াব ও তরিকতের বাৎসরিক জলসাকে সুন্দর ও স্বার্থক করে তুলতে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেন।

এদিন জলসা বাস্তবায়ন কমিটির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি ফরিজ উদ্দিন লস্কর, সম্পাদক মওলানা হবিবুর রহমান লস্কর, সদস্য আলহাজ্ব তাহির আলী বড়ভূইয়া ও মওলানা বিলাল উদ্দিন সহ অন্যান্যরা।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token