মোস্তাফা এ মজুমদার, হাইলাকান্দি, ৭ ফেব্রুয়ারি : বাল্যবিবাহ নিয়ে পুলিশি অভিযানের নিন্দা জানিয়েছেন হাইলাকান্দি জেলাপরিষদের উপসভাপতি হিলাল উদ্দিন বড়ভূইয়া।
আজ হাইলাকান্দিতে সাংবাদিক সম্মেলন করে বাল্যবিবাহ সম্পর্কে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আমি নিজেও বাল্যবিবাহের পক্ষপাতী নয়। দেশের আইন যেহেতু মানছে না তাই আমিও মানছি না।
কিন্তু বর্তমানে বাল্যবিবাহ করার অপরাধে যেভাবে ধরপাকড় শুরু হয়েছে এতে সমাজের মধ্যে একটি হুলুস্থুল পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
অনেক পরিবারকে বিপদের সম্মুখীন হতে হয়েছে এধরনের পদক্ষেপ নেওয়ার পূর্বে জনগণের মধ্যে এব্যাপারে সচেতনতা জাগ্রত করার প্রয়োজন ছিল।
তিনি বলেন প্রকৃতির নিয়মে যেভাবে নদ নদী প্রবাহিত হচ্ছে ঠিক তেমনি ভাবেই মানুষের যৌবনও একটি প্রবাহ সেই যৌবনের জোয়ারের প্রবাহকে হঠাৎ করে আটকানো অত্যন্ত কঠিন এবং সমিচিন নয় বলে তিনি মনে করেন।
তাছাড়া মিডিয়ার মাধ্যমে প্রকাশিত হয়েছে যে অনেক গর্বভতি মহিলার স্বামীকে পুলিশ গ্ৰেফতার করেছে, যাহা অত্যন্ত নিন্দনীয় ঘটনা।
তাই এবিষয়ে পুলিশের ধরপাকড় বন্ধ করে গণসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন যাহাতে মানুষ নিজের থেকে বাল্যবিবাহ থেকে সরে। সরকারের কাছে দাবি জানান হাইলাকান্দি জেলা পরিষদের উপসভাপতি হিলাল উদ্দিন বড়ভূইয়া।