গুমড়া, ৯ ফেব্রুয়ারি : জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় গুমড়া পাইকান ৯ নং ওয়ার্ডে।
করিম উদ্দিন সহ এলাকার চার পাঁচটি পরিবারের অভিযোগের তীর তাদের প্রতিবেশী সৈর উদ্দিন ও তার স্ত্রীর দিকে।
সস্ত্রীক সৈর উদ্দিন দীর্ঘ দিন ধরে তাদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে, এমন কি স্বামী-স্ত্রী মিলে তাদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করেছে।
করিম উদ্দিন, আকদ্দছ আলি, ফকরুল উদ্দিন সহ এলাকার পাঁচটি পরিবারের লোকজনদেরকে মিথ্যা মামলায় জড়ানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে সৈর উদ্দিন ও তার স্ত্রী।
ভুক্তভোগী পরিবারের রোজগারকারী সবাই দিন মজুর।
তারা সংবাদ মাধ্যমের সামনে সৈরের অপকর্মের কথা তুলে ধরে অভিযোগ করেন সৈর উদ্দিন রাতের অন্ধকারে তাদের বাড়ির সীমানার পিলার তুলে নিয়ে যায়।
এমনকি ছোট গাছের চারা পর্যন্ত কেটে নিয়ে যায়।
আপত্তি করলে মিথ্যা মামলার হুমকি দেওয়ারও সৈর উদ্দিন ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ একাংশ গ্রামবাসীর।
স্থানীয় করিম উদ্দিন নামের এক ব্যক্তির অভিযোগ, তার বাড়ির সীমানা নদীর পার্শ্ববর্তী এলাকা থেকে জোর জবরদস্তি বালু তুলে নিয়ে যায় সৈর উদ্দিন। বাধা দিলে সৈর উদ্দিন ও তার স্ত্রীর বক্তব্য কালাইন বন বিভাগ বালু তোলার জন্য তাদের অনোমতি দিয়েছে।