ছবাহি মক্তবের ২০২৩ বর্ষের ফাইনাল পরীক্ষার ফলাফল ঘোষণা করল আহলেসূন্নত ওয়াল জমাত

Spread the love

মোস্তফা এ মজুমদার, হাইলাকান্দি, ১২ ফেব্রুয়ারি : হাইলাকান্দি জেলা যুব আহলেসূন্নত ওয়াল জমাতের পরিচালিত ২০২৩ বর্ষের ছবিহ মক্তবের ফাইনাল পরীক্ষার ফলাফল ঘোষণা করলেন যুব আহলেসূন্নতের মূখ্য উপদেষ্টা মওলানা আজিজুর রহমান লতিফি।

এই বছর হাইলাকান্দি জেলার দশটি কেন্দ্রে পরীক্ষায় সর্বমোট ৩৬১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এরমধ্যে অনুপস্থিত ছিলেন ৩২ জন।

 প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন ৫৯ জন, দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন ১৪৮ জন, তৃতীয় বিভাগে ৯২ জন। সর্বমোট উত্তীর্ণ হয়েছেন ৩০১ জন।

ফেল করেছেন ২৮ জন। পরীক্ষার সার্বিক ফলাফল ৮৩.৩৮ % । জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন মোঃ সাদিক আহমেদ বড়ভূইয়া, তার প্রাপ্ত নম্বর ৮৫।

দ্বিতীয় স্থান অধিকার করেছেন নাশাদ চৌধুরী, তার প্রাপ্ত নম্বর ৮৪ এবং তৃতীয় স্থান অধিকার করেছে মারুফ আহমেদ বড়ভূইয়া‌, তার প্রাপ্ত নম্বর ৮২ ।

শনিবার হাইলাকান্দি জেলা সদরের সিরাজপট্টি মসজিদে দ্বিতল ভবনে আনুষ্ঠানিকভাবে ছবাহি মক্তব পরীক্ষার ফলাফল ঘোষণা করেন উত্তর পপূর্বাঞ্চল যুব আহলেসূন্নত ওয়াল জমাতের হাইলাকান্দি জেলা কমিটির কর্মকর্তারা।

উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলা যুব আহলেসূন্নতের মূখ্য উপদেষ্টা মওলানা আজিজুর রহমান লতিফি, উপদেষ্টা ফারুক আহমদ এবং সাধারণ সম্পাদক আমির হোসেন চৌধুরী। এছাড়াও ছিলেন কেন্দ্র পর্যবেক্ষক মাওলানা আখতার হোসেন লস্কর, মওলানা শামীম হোসেন চৌধুরী, মওলানা নাজিম উদ্দিন ও মওলানা জহিরুল ইসলাম, ক্বারী ফখর উদ্দিন প্রমুখ।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token