সুপ্রিয় পাল, দুল্লভছড়্য, ১৬ ফেব্রুয়ারি : পাথারকান্দি শিক্ষা খণ্ডের পাতিনি এম ভি স্কুলের প্রধান শিক্ষক হিরেন্দ্র চন্দ্র পাল (৮১) আর নেই।
অবসর গ্রহনের পর সমাজ সেবার পাশাপাশি বিজেপির প্রতিষ্টা কাল থেকেই একনিষ্ঠ কর্মী হয়ে কাজ করে আসছিলেন।
আজ করিমগজ্ঞ সিভিল হাসপাতালে চিকিংসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি।
মৃত্যুকালে তিনি রেখে গেছেন সেনাবাহিনী ও পুলিশ প্রশাসন সহ অপ্রাদেশিকৃত স্কুলের শিক্ষক তিন পূত্র হীরা পাল, দেবজ্যাতি পাল ও বাপ্টু পাল সহ দুই কন্যা মীরা পাল ও জয়া পালকে।
জামাতা, নাতি, নাতনি সহ পূত্র বধূ অর্পনা পাল, মাধবী পাল, মাম্পী পাল এবং গুনমুগ্ধ আত্মীয় স্বজন।
তাঁর শেষকৃতে বিজেপির পতাকা দিয়ে শেষ সন্মান জানান দলীয় কর্মীরা।
এতে দুরান্ত থেকে লোকজন অংশ গ্রহন করার পাশাপাশি বিদেহী আত্মার চিরশান্তির কামনা, শোকার্থ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে তাঁর মৃত্যু খবরে শোকের ছায়া নেমে আসে পাতিনি এম ভি স্কুলে। স্কুলের ছাত্র-শিক্ষকরা তাদের স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষককে শেষ শ্রদ্ধা জানাতে মরদেহ নিয়ে যান বিদ্যালয়ে। সেখানে তাঁরা তাদের প্রিয় শিক্ষকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।