গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার : আসাম ভিজিল্যান্স এবং দুর্নীতি দমন অধিদপ্তর বুধবার দররং জেলার পাথারিঘাট রাজস্ব চক্রে ফাঁদ পেতে ঘুষ নেওয়ার অভিযোগে হরি দাস সিংহ নামের এক সরকারি কর্মিকে গ্রেফতার করে।
দুর্নীতি দমন অধিদপ্তরে এক ব্যাক্তি অভিযোগ করেন, বিভাগীয় কর্মী হরি দাস সিংহ অভিযোগকারীর নামে অর্ধ বিঘা জমি মিউটেশনের জন্য ২৯ হাজার টাকা দাবি করেছিলেন।
ঘুষ দিতে নারাজ, অভিযোগকারী সরকারি কর্মচারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অধিদপ্তরের কাছে লিখিত ভাবে অভিযোগ জানান।
সেই অনুজায়ি অধিদপ্তরের একটি দল দরং-এর সার্কেল অফিস, পাথরঘাট রাজস্ব সার্কেল অফিসে একটি ফাঁদ তৈরি করেন এবং অভিযোগকারীর কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ গ্রহণের পর হরিদাস সিংহকে হাতেনাতে ধরা হয়।
স্বতন্ত্র সাক্ষীদের উপস্থিতিতে সিংহের কাছ থেকে ঘুষের টাকা উদ্ধার করা হয়।
অভিযুক্ত সরকারি কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন, 1988 (2018 সালে সংশোধিত) এর ধারা 7(a) এর অধীনে দুর্নীতি দমন ব্যুরো (ACB) থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে দুর্নীতি দমন বিভাগের সূত্রে জানা গেছে।
সূত্র জানায় যে ১০ মে, ২০২১ থেকে বিভিন্ন সরকারি দপ্তরে ৪০ টিরও বেশি সরকারি কর্মকর্তা ও কর্মচারীকে ঘুষ গ্রহণের সময় হাতেনাতে গ্রেপ্তার হয়েছে।