আগরতলা : অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশের দায়ে ১১ জন বাংলাদেশী নাগরিককে আটক করলো পুলিশ।
গোপন খবরের ভিত্তিতে আর্মি ইন্টেলিজেন্ট ও পুলিশের যৌথ অভিযানে আগরতলা শহরের রামনগর ৫নং এলাকা থেকে তাদের আটক করা হয়।
পরে তাদেরকে পশ্চিম আগরতলা থানায় নিয়ে যাওয়া হয়।
ধৃতদের কাছ থেকে মোবাইল ফোন, বাংলাদেশি টাকা ও ভারতীয় টাকা জব্দ করা হয়েছে বলে পশ্চিম আগরতলা থানার ইন্সপেক্টর এল ডারলং সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে কাজের সন্ধানে ত্রিপুরায় প্রবেশ করেছে।
ধৃতরা সকলেই রাজমিস্ত্রির কাজ করে বলেও জানিয়েছে। তবে তাদের কাছে পাসপোর্ট ভিসা বা কোন বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।
পুলিশ ধৃত বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা নতিভুক্ত করে তদন্ত শুরু করেছে।
প্রকৃতপক্ষে কি কারণে তারা এসেছে তা জানার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তদন্তকারী অফিসার এল ডারলং।
সচেতন মহলের বক্তব্য সীমান্ত সুরক্ষা বাহিনী সহ অন্যান্য নিরাপত্তা কর্মীদের ঢিলেঢালা মনোভাবের জন্য চোর সহ বিভিন্ন ধরনের সমাজদ্রোহীরা বাংলাদেশ থেকে অবাধে ত্রিপুরা রাজ্যে প্রবেশ করছে।
এখানে বিভিন্ন ধরনের দুর্নীতি চুরিসহ অন্যান্য অপরাধমূলক কাজ করে আবার নিরাপদে নিজ দেশে ফিরে যাচ্ছে। এই অবস্থায় পুলিশের এবং বিশেষ করে সীমান্তরক্ষী বাহিনীদের আরো তৎপর হওয়া উচিত।