বিচার ব্যবস্থার পরিকাঠামো উন্নয়নে ১০০ নতুন পদ ও ৩০০ কোটি দেবে রাজ্য : হিমন্ত
গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর, শনিবার : ভারতের বিচার ব্যবস্থা এদেশের সভ্যতার বিভিন্ন যুগের স্বাক্ষর বহন করে আসছে, যা বিশ্বের প্রাচীন সভ্যতাগুলির অন্যতম।
শনিবার গুয়াহাটির প্রাগজ্যোতি আইটিএ মাছখোয়ায় আয়োজিত অসম, নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল প্রদেশ ও সিকিমের বার কাউন্সিলের হিরক জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়ে কথাগুলো বলেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিম্ব শর্মা।
মুখ্যমন্ত্রী বলেন, আদালত দেশের নাগরিকের মৌলিক অধিকার রক্ষা করা সহ তাদের স্বাধীনতার রক্ষক হিসেবে কাজ করে চলেছে। বলেন আট দশকের দীর্ঘ ইতিহাসে আজ একটি অতি উল্লেখযোগ্য দিন।
আজকের এই অনুষ্ঠান উদযাপন উত্তর-পূর্বাঞ্চলের জন্য গৌরবময় মুহূর্ত।
বার কাউন্সিলের হিরক জয়ন্তী বর্ষের সময়কালে নিজেদের সংগঠনকে শক্তিশালী করে তোলার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, আইনজীবীদের জন্য অরিয়েন্টেশন কার্যসূচি ও সব রেকর্ডপত্র ডিজিট্যালাইজড করার পদক্ষেপ সংগঠনটিকে অধিক শক্তিশালী করতে সহায়ক হবে।
তিনি বলেন, আদালত কেবল ন্যায় প্রদানেই নিজের ক্ষমতা সীমাবদ্ধ রাখেনি, বরং এই প্রতিষ্ঠানটি নাগরিকদের তাদের অধিকারের বিষয়ে ভালোভাবে অবগত করানোরও প্রয়াস চালিয়ে যাচ্ছে।
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের বিচার ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে রাজ্য সরকার নিম্ন আদালতে ১০০ টি নতুন পদ সৃষ্টি করবে।
এছাড়াও কেন্দ্ৰীয় সরকার সমগ্র দেশের বিচার ব্যবস্থার পরিকাঠামো শক্তিশালীকরণে ৯ হাজার কোটি টাকায় অনুমোদন জানিয়েছে, বলেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে অসম ৩০০ কোটি টাকা পাবে এবং রাজ্য সরকার এ-ক্ষেত্রে আরো ৩০০ কোটি টাকার সহযোগিতা করবে।আজকের অনুষ্ঠানে কেন্দ্রীয় আইন মন্ত্রী কিরেন রিজিজু, উচ্চতম ন্যায়ালয়ের বিচারপতি সূর্যকান্ত, গৌহাটী উচ্চ ন্যায়ালয়ের মুখ্য বিচারপতি আর এম সায়া প্রমুখ উপস্থিত ছিলেন।