জুলি দাস
করিমগঞ্জ, ১২ জানুয়ারি : শহরতলি কানিশাইলের দিলওয়ার হোসেন চ্যার্টার একাউন্টেন্ট পরীক্ষায় সুনামের সঙ্গে উত্তীর্ণ হয়ে জেলার নাম উজ্জ্বল করলো।
বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করে উপার্জন করে নিজ লক্ষ্যে পৌঁছে দিলওয়ার।
এবারের চ্যার্টার একাউন্টেন্ট পরীক্ষায় বরাক উপত্যকা থেকে প্রায় অর্ধশতাধিক পরিক্ষার্থী অংশগ্রহণ করলেও একমাত্র দিলওয়ার হোসেনই কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে নিজ গ্রাম পশ্চিম কানিশাইল সহ গোটা করিমগঞ্জের মুখ উজ্জ্বল করেছেন।
দিলওয়ারের এই সাফল্যে বেজায় খুশি তার পিতা-মাতা ও পরিবার, আত্মীয়-স্বজন, শিক্ষক-শিক্ষিকা সহ পরিচিত মহল।
দিলওয়ারের পিতা হারুন রশিদ বলেন, মুম্বাইয়ের একটি বেসরকারী প্রতিষ্ঠানে কাজ করে অনেক কষ্টে পুত্রকে লেখাপড়া করিয়েছেন। অসহায়দের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে এবং দু:স্থ পড়ুয়াদের পাশে দাঁড়ানোর জন্য পুত্রকে পরামর্শ দিয়েছেন তিনি।