আগরতলা, ২০ জুন, সোমবার : কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মণের সুদীপ রায় বর্মণের উপর হামলায় বিজেপির দিকেই অভিযোগের আঙ্গুল উঠল। ত্রিপুরায় বিধানসভা উপ নির্বাচনের আগে আক্রান্ত হলেন এই কংগ্রেস প্রার্থী।
তাঁর গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। রবিবার প্রচার শেষ হওয়ার পর তাঁর উপর হামলা করা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখনও স্থিতিশীল নয়। রক্তক্ষরণ হয়েছে। আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মণকে।
পুলিসে অভিযোগ দায়ের করা হলেও এখনও পর্যন্ত এই ঘটনায় কাওকে আটক করার খবর নেই। কংগ্রেসের অভিযোগ এর আগেও বহু ঘটনায় পুলিসের দ্বারস্থ হয়েছে তারা। কিন্তু তাতে কোনও ফল হয়নি।
উল্লেখ্য যে আগামী ২৩ জুন ত্রিপুরায় উপনির্বাচন। মঙ্গলবার বিকেল পর্যন্ত প্রচার করতে পারবে রাজনৈতিক দলগুলি। কংগ্রেস তাদের প্রার্থীকে ছাড়াই এই দুদিন প্রচারে বেরোতে হবে।
সুদীপ রায় বর্মণের উপর হামলার ঘটনায় তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের ক্ষোভ প্রকাশ করে বলেন, ত্রিপুরায় কোনও গণতন্ত্র নেই। বিজেপি নেতৃত্ব পুলিসকে সঙ্গে নিয়ে এ ধরণের ঘটনা সংঘটিত করছে।
কারণ তারা ভয় পেয়েছে। হঠাৎ ক্ষমতায় এসে অপশাসনের আশ্রয় নিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বিজেপি। তাই কংগ্রেসের মতো বিরোধীদল গুলিকেও আক্রমণ করছে।
এদিকে, উপনির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস একঝাঁক নেতৃত্ব রয়েছেন আগরতলায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সৌগত রায়, কুণাল ঘোষের মতো নেতারাও রয়েছেন।
সোমবার দলের প্রার্থীদের হয়ে দুটি কর্মসূচিতে অংশ নেবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।