বালির বেগ দিয়ে নদীর প্রোটেকশন বাঁধ! কাজ শেষ হওয়ার আগেই ফাঁটল, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন?

Spread the love

সুপ্রিয় পাল, দুল্লভছড়া : উন্নয়ন প্রকল্পের নামে সরকার কাড়ি কাড়ি টাকা বরাদ্দ করছে, কিন্তু বাস্তব ক্ষেত্রে এই টাকার সিকি ভাগও কাজে আসছে না।

তার এক জ্বলন্ত উদাহরণ হল রাতাবাড়ি বিধানসভার চামটিল্লার সিংলা নদীর ভাঙ্গন।

এই ভাঙ্গন প্রতিরোধে কোটি কোটি টাকা বরাদ্দ করা হলেও বিভাগীয় ঠিকাদার কালো বেগে বালি ভরে কাজ চালিয়ে যাচ্ছেন।

কিন্তু বিভাগীয় অধ্যক্ষতা হোক বা সিংহভাগ টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্প হোক, কাজ শেষ করার আগেই বেগগুলি ফেটে বালি ঝরে যাচ্ছে।

  এতে নানা প্রশ্নের পাশাপাশি আতংকের সৃষ্টি হয়েছে এলাকায়।

এদিকে গত ৩ মে রাজ্যের জলসম্পদ ও তথ‍্য জনসংযোগ মন্ত্রী পীযুষ হাজারিকা বরাকের বিভিন্ন স্থানের সাথে সাথে রাতাবাড়ির নিভিয়া সংলগ্ন এই বাঁধের কাজও পরিদর্শন করেন।

তিনি কাজের গুণগত মান নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন। একই সঙ্গে প্লেন এস্টিমেট অনুযায়ী কাজ করার  হুঁশিয়ারি দিয়ে কালো বেগ ব্যবহার না করার নির্দেশ দিয়েছেন।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token