জুলি দাস, করিমগঞ্জ : কয়েক ঘন্টার লাগাতার বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন বদরপুর বিধানসভা কেন্দ্রের মাছলি জিপির দুই নম্বর ওয়ার্ডের জনগণ।
সংখ্যালঘু অধ্যুষিত এই এলাকায় প্রায় দেড়শোর অধিক পরিবার বসবাস করেন। জল ঠিকমতো কাটার কোনো ব্যবস্থা নেই।
ফলে সামান্য বৃষ্টির দিলেই মিনি বন্যার চেহারা নেয় মাছলি দুই নম্বর ওয়ার্ড। জমা জল টপকে বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে যেতে দেখা গেছে এলাকার ছাত্র-ছাত্রীদের।
এক সময় বাধ্য হয়ে সড়ক কেটে জল যাওয়ার বন্দোবস্ত করে দিয়েছেন এলাকার কয়েকজন উদ্যমী যুবক।
অথচ মডেল ভিলেজ হিসেবে মাছলি জিপিতে মোটা অংকের টাকা বরাদ্ধ করে সরকার। কিন্তু কাজের কাজ তেমন হয়নি।
এলাকার সিরুল ইসলাম গণ আওয়াজকে বলেছেন, গত ১০ বছর ধরে এই সমস্যায় ভুগছেন তারা। কিন্তু কোন প্রতিকার নেওয়া হচ্ছে না।
এ ব্যাপারে মুখ্যমন্ত্রী এবং জেলাশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন সিরুল ইসলাম। অন্যথায় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। করিমগঞ্জ থেকে জুলি দাসের রিপোর্ট, গণ আওয়াজ ।